মুম্বই: রানি মুখোপাধ্যায়ের সঙ্গে মেহন্দি ছবিতে দেখা গিয়েছিল। ২০০১ সালে গোবিন্দার সঙ্গে দিন নে ফির ইয়াদ কিয়া-য় কাজ করেছিলেন। কিন্তু একের পর এক ফ্লপ ছবির জেরে বলিউড থেকে হারিয়ে গিয়েছেন ফারাজ খান। এখন তিনি গুরুতর অসুস্থ, অভিনেত্রী পূজা ভট্ট তাঁর জন্য সাহায্যের আবেদন করেছেন।
মস্তিষ্কে সংক্রমণ হয়েছে ফারাজের। নিউমোনিয়াতেও ভুগছেন। ১ বছরের বেশি সময় ধরে বুকে সর্দি বসেছে তাঁর, সংক্রমণ হয়েছে। ভর্তি হয়েছেন বেঙ্গালুরুর এক হাসপাতালে। হাসপাতালে চিকিৎসার খরচ হতে পারে ২৫ লাখ টাকা। বড় ও ছোট পর্দায় এক সময় কাজ করা এই অভিনেতার পক্ষে এই খরচ টানা এই মুহূর্তে সম্ভব নয়। এগিয়ে এসেছেন পূজা ভট্ট, টুইট করে ফরাজের জন্য আর্থিক সাহায্য চেয়েছেন তিনি। জানিয়েছেন, তিনি অর্থ সাহায্য করেছেন।
চিকিৎসার জন্য লাগবে অন্তত ২৫ লাখ কিন্তু ফান্ড রেইজিংয়ের মাধ্যমে এখনও পর্যন্ত ১ লাখের কিছু বেশি টাকা তোলা গিয়েছে। অর্থাৎ ফরাজের এখনও প্রয়োজন অন্তত ২৪ লাখ টাকা।
ফারাজ খানকে মনে আছে? টাকা নেই, মারাত্মক অসুস্থ এই অভিনেতা, সাহায্যের আবেদন পূজা ভট্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2020 07:49 AM (IST)
চিকিৎসার জন্য লাগবে অন্তত ২৫ লাখ কিন্তু ফান্ড রেইজিংয়ের মাধ্যমে এখনও পর্যন্ত ১ লাখের কিছু বেশি টাকা তোলা গিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -