দুবাই: রাজস্থান রয়্যালসকে ১৩ রানে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এলেন শ্রেয়স আইয়াররা। সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্টে আটকে থাকা রাজস্থানের প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে উঠল। তবে দিল্লি শিবিরকে উদ্বেগে রাখল অধিনায়কের কাঁধের চোট।


বুধবার টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান তুলল দিল্লি। ব্যাট হাতে সফল ওপেনার শিখর ধবন ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। ধবন ও আইয়ার – দুজনই হাফসেঞ্চুরি করেছেন। ৩৩ বলে ৫৭ রান করেন ধবন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। শ্রেয়স ৪৩ বলে করেন ৫৩ রান। ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মেরেছেন তিনি। রাজস্থান বোলারদের মধ্যে সেরা জোফ্রা আর্চার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তাঁর। ২ উইকেট জয়দেব উনাদকটের। একটি করে উইকেট কার্তিক ত্যাগী ও শ্রেয়স গোপালের।

জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করে রাজস্থান। ৩ ওভারে ৩৭ রান উঠে যায়। মাত্র ৯ বলে ২ রান করেন জশ বাটলার। তাঁকে ফেরান নর্ৎজে। অপর ওপেনার বেন স্টোকস ৩৫ বলে করেন ৪১ রান। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রাজস্থান। সঞ্জু স্যামসন (১৮ বলে ২৫ রান), রবিন উথাপ্পারা (২৭ বলে ৩২ রান) চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ১৪৮/৮ স্কোরে আটকে যায় রাজস্থান। দিল্লির বোলারদের মধ্যে ২টি করে উইকেট নর্ৎজে ও তুষার দেশপাণ্ডের। একটি করে উইকেট আর অশ্বিন, কাগিসো রাবাডা ও অক্ষর পটেলের।

রাজস্থান ইনিংসের পঞ্চম ওভারে স্টোকসের বাউন্ডারি আটকাতে গিয়ে কাঁধে চোট পান শ্রেয়স। তাঁর পরিবর্তে বাকি ম্যাচে নেতৃত্ব দেন ধবন। ম্যাচের শেষে ধবন বলেন, ‘ওর কাঁধে যন্ত্রণা হচ্ছে। তবে নাড়াতে পারছে। আগামীকাল সঠিক রিপোর্ট পাওয়া যাবে।’ ম্যাচের সেরা হয়েছেন নর্ৎজে।