কানহাইয়াকে সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, জনগণ নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, জনগণ কর দেন। যে সরকার ব্যক্তিগত বিমানে চড়ে, নিজের বন্ধুদের সুবিধা পাইয়ে দেয়, সেই সরকারের দায়িত্ব শিক্ষা ব্যবস্থা, রেলকে বাঁচানো। জাতীয়তাবাদের নামে সরকারি সম্পত্তি বিক্রি সরকার বন্ধ করুক।
দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রবিবারের নজিরবিহীন হিংসার জন্য বাম ছাত্র সংসদ আঙুল তুলেছে বিজেপি-আরএসএস অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি-র দিকে। তারা সহ একাধিক মহল সেদিনের হামলার জন্য দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থেকে মদত দেওয়ার অভিযোগও তুলেছে। দীপিকা পাড়ুকোন সহ বলিউডের একাধিক অভিনেতা, কলাকুশলীও হামলার তীব্র নিন্দা করেছেন।
দিল্লি পুলিশ যেহেতু সরাসরি অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন, সেজন্য আঙুল উঠেছে তাঁর দিকেও। তাঁকে নিশানা করে কানহাইয়া হুঁশিয়ারি দিয়েছেন, আমরা দেশকে নয়, বিজেপিকে টুকরো টুকরো করব।