মুম্বই: প্রকাশ্যে এল তব্বু ও সেফ আলি খানের ছবি জওয়ানি জানেমন-এর ট্রেলার। সেফ ছবিতে ক্যাসানোভা, তবে দারুণ জমিয়ে দিয়েছেন তিনি। তব্বু সিরিয়াস চরিত্র করেন, এখানে সম্পূর্ণ অন্যরকম।

তবে সকলের নজর কেড়ে নিতে পারেন পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা। প্রথম ছবি কিন্তু দিব্যি স্বচ্ছন্দ লেগেছে তাঁকে। এই ছবিতে সেফ আলায়ার বাবা কিন্তু তিনি নিজেই তা জানেন না।

দেখুন ছবির ট্রেলার


সেফ, তব্বু ও আলায়ার পাশাপাশি ছবিতে রয়েছেন ফরিদা জালাল ও চাঙ্কি পান্ডে। ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে জওয়ানি জানেমন।