পুণে: একটি মেয়েকে লাঞ্ছনা করা ও ছুরিকাঘাত করার অভিযোগে অভিযুক্তকে জামিন দিল না বম্বে হাইকোর্ট। অভিযুক্তকে জামিন দিলে মেয়েটির প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছে আদালত।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৯ সালের ৯ এপ্রিল ওই মেয়েটিকে ছুরি মারে অভিযুক্ত অমল কাসিদ। পরের দিন পুণে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে উত্যক্ত করত সে। ঘটনার দিন ওই মেয়েটির বাড়িতে পৌঁছয়। মা ও তার দিদার সামনে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেয় সে। মেয়েটি তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ছুরি নিয়ে হামলা চালায়। জখম হয় মেয়েটি। ছুরির ছটি আঘাত রয়েছে তার দেহে। এই ঘটনা পরম্পরার কথা মাথায় রেখে বম্বে হাইকোর্টের বিচারপতি সরং কোটওয়াল জানিয়েছেন,’’ অভিযুক্তকে জামিনে ছাড়া ঠিক হবে না।‘‘
জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তের আইনজীবী। তার যুক্তি ছিল যেহেতু এই ঘটনার তদন্ত প্রক্রিয়া প্রাথমিক ভাবে শেষ, পুলিশ চার্জশিট ফাইল করে ফেলেছে, সেহেতু তার আর সংশোধনাগারে থাকার প্রয়োজন নেই। আইনজীবী আদালতে জানিয়েছিলেন, ইতিমধ্যেই অভিযুক্ত দেড় বছর জেলে কাটিয়ে ফেলেছে। সে পুণের বাসিন্দা নয়, ফলে তাকে মুক্তি দেওয়া হলেও, পুণের ওই জেলায় আর ঢুকতে পারবে না। ওই মেয়েটির পরিবারের আশঙ্কার কোনও কারণ নেই। কিন্তু আদালত সেসব যুক্তি মানতে চায়নি।
বিচারপতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সে মেয়েটিকে উত্যক্ত করেছে। কোনও সাড়া না দিলেও পরপর মোবাইলে মেসেজ পাঠিয়ে গিয়েছে। এমনকি শিরুর ছেড়ে বিড এলাকায় চলে যাওয়ার পরেও ফিরে এসে মেয়েটিকে নানানভাবে বিরক্ত করে গিয়েছে।