নয়াদিল্লি: মার্কিন মুলুকে গবেষণারত ছাত্রীর উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত্যু। ইভটিজাররা ধাওয়া করায় দুর্ঘটনা, দাবি মৃতের পরিবারের।


সুদীক্ষা ভাটি নামে ওই ছাত্রী আমেরিকায় গবেষণারত। করোনা আবহে দেশে ফেরেন তিনি। পরিবারের দাবি, ২০ অগাস্ট মার্কিন মুলুকে ফিরে যাওয়ার আগে কাকার স্কুটার চড়ে বুলন্দশহরের সিকান্দ্রাবাদে মামারবাড়িতে যাচ্ছিলেন ওই পড়ুয়া।


পরিবারের অভিযোগ, সোমবার রাস্তায় মোটরবাইক নিয়ে ধাওয়া করে ইভটিজাররা। ইমার্জেন্সি ব্রেক কষে বাইক নিয়ে আড়াআড়িভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরে দুই যুবক।


তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ইভটিজারদের বাইকে ধাক্কা মারে ছাত্রীর কাকার স্কুটার। ছিটকে পড়ে যান তরুণী। মাথায় গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।


উত্তরপ্রদেশের দাদরি জেলার একটি প্রত্য়ন্ত গ্রামের চা-বিক্রেতার মেয়ে সুদীক্ষা ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী ছিলেন। মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় একসময়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন সুদীক্ষা।


গরিব পরিবারের থেকে উঠে আসা সুদীক্ষা ২০১৮ সালে রাজ্য ইন্টারমিডিয়েট পরীক্ষায় জেলায় প্রথম স্থান অর্জন করেছিলেন। এরপরই উচ্চশিক্ষার জন্য তাঁকে ৩ কোটি ৮০ লক্ষ টাকার স্কলারশিপ দেয় এইচসিএল। আর্থিক অনুদান পেয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন সুদীক্ষা।


জীবনে অনেক স্বপ্ন ছিল ছাত্রীর। তাঁর মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল। ভবিষ্য়তে দেশের জন্য নামও করতে পারতেন এই প্রতিভাবান তরুণী। কিন্তু, সব স্বপ্ন, সব সম্ভাবনা এক নিমেশে শেষ হয়ে গেল।