দক্ষিণ দিনাজপুর: ঋণ শোধ করতে না পারায় দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডিতে সিআইডি পরিচয়ে এক ব্যবসায়ীর নাবালক ছেলেকে অপহরণ করল জনাকয়েক দুষ্কৃতী। মুক্তিপণের টোপ দিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ বছরের অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়েছে।


২৪ ঘণ্টার টানটান নাটক! দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির এক পোলট্রি ব্যবসায়ীর অভিযোগ, ৩ নভেম্বর রাত ১০টার সময় ৩ জন সিআইডি পরিচয়ে তাঁর বাড়িতে ঢোকে। তারপরই স্বমূর্তি ধারণ করে। অভিযোগ, অস্ত্র দেখিয়ে তাঁর ১৬ বছরের ছেলেকে তারা তুলে নিয়ে যায়।

ব্যবসায়ীর দাবি, এক ঘণ্টা পর অপহরণকারীরা বাড়িতে ফোন করে ৬ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে প্রাণে মারার হুমকি দেয়। পরে দরাদরিতে মুক্তিপণ ঠিক হয় ৩ লক্ষ টাকা। এরপর পরিবারের অভিযোগে রায়গঞ্জ ও কুশমণ্ডি থানার পুলিশ তৎপর হয়। মুক্তিপণের টোপ দিয়ে রায়গঞ্জের নাগর ব্রিজের কাছে ডাকা হয় অভিযুক্তদের। ৪ নভেম্বর ভোরে সাদা পোশাকে পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে যান। ধরা পড়ে ৩ জন! উদ্ধার করা হয় নাবালককেও।

কিন্তু কারা এর নেপথ্যে? পুলিশ সূত্রের খবর, উত্তর দিনাজপুরের এক ব্যবসায়ীর দিকেই সন্দেহের আঙুল তুলেছেন ওই কিশোরের বাবা। তাঁর দাবি, মাসছয়েক আগে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনি ২০ হাজার টাকা ধার নেন। লকডাউনের জেরে সেই টাকা শোধ করতে না পারায়, মঙ্গলবার বাড়িতে এসে হুমকি দেন ওই ব্যবসায়ী। সেদিনই সন্ধেয় ঘটে অপহরণের ঘটনা।

গঙ্গারামপুরের এসডিপিও জানিয়েছেন, অপহরণের নেপথ্যে কাদের হাত খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালত।