নয়াদিল্লি: ছোট হতে হটে পৃথিবী আর শুধুমাত্র বোকাবাক্সে বন্দি নেই। বরং মুঠোফোনের দৌলতে ছয় থেকে ৬০, সকলের মুঠোফোনে ঢুকে পড়েছে। কিন্তু পৃথিবী হাতের মুঠোয় চলে আসায় আদৌ কি কোনও লাভ হয়েছে, না কি ক্ষতি হয়েছে অনেক? দ্বিতীয়টিতেই সায় দেন বর্তমান সমাজ-সংসার নিয়ে গবেষণা করা লোকজনের অধিকাংশ। আর সেই নিরিখেই ২০২৪ সালের সেরা শব্দ নির্বাচিত হল 'Brain Rot'. (Oxford Word of the Year 2024)
প্রত্যেক বছরের মতো ২০২৪ সালের সেরা শব্দ চয়ন করতে গিয়ে 'Brain Rot'-কেই বেছে নিয়েছে Oxford University Press. বছরের সেরা হওয়ার দৌড়ে শামিল ছিল আরও পাঁচটি শব্দ, Demure, Dynamic Pricing, Lore, Romanxtasy, Slop. কিন্তু বাজিমাত করেছে Brain Rot. ২০২৪ সালের সেরা শব্দ হিসেবে উঠে এসেছে সেটি। (What is Brain Rot)
কিন্তু Brain Rot-এর অর্থ কী? বাংলা তর্জমা অনুযায়ী অর্থ হয় মস্তিষ্কের পচন। কিন্তু এমন একটি শব্দকেই কেন বছরের সেরা হিসেবে বেছে নেওয়া হল? এই প্রশ্নের উত্তর যা এসেছে, তাতে শব্দটির সেরা হওয়া নিয়ে কোনও দ্বিমত থাকে না। Oxford-এর ব্যাখ্যা অনুযায়ী, Brain Rot শব্দের অর্থ হল, ব্যক্তিবিশেষের মানসিক অবস্থার অবনতি এবং চিন্তাশক্তি লোপ পাওয়া।
এই অবনতির সঙ্গে শরীরে বাসা বাঁধা কোনও রোগের কোনও সম্পর্ক নেই। বরং হাতের মুঠোয় গোটা দুনিয়া এসে উপস্থিত হওয়ার দরুণই এমন পরিস্থিতির উদ্রেক ঘটে। Oxford জানিয়েছে, মুঠোফোন এবং ইন্টারনেটের দৌলতে আঙুলের ডগায় গোটা দুনিয়া। অনলাইন কনটেন্টের ফাঁদে আটকে পড়েছি আমরা, যেখান থেকে মুক্তির রাস্তা নেই কার্যত। রাস্তা থাকলেও, আমরা অবক্ষয়ের পথই বেছে নিচ্ছি। ইন্টারনেটে তুচ্ছাতিতুচ্ছ, অর্থহীন জিনিসপত্র দেখে চলেছি আমরা। কোন সীমা থাকছে না, ওভারডোজ হয়ে যাচ্ছে। এর ফলে চিন্তাশক্তি হারাচ্ছি আমরা, ভাবনার পরিসর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে, মানসিক স্বাস্থ্যেরও অবনতি ঘটছে ক্রমশ।
Oxford জানিয়েছে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত নিম্নমানের জিনিসপত্র দেখতে অভ্যস্ত হয়ে পড়ছি আমরা। একধরনের নেশা চেপে যাচ্ছে, আরও বেশি করে সেগুলি দেখার। সেখান থেকেই পচন ধরছে মস্তিষ্কে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে Brain Rot শব্দটির ব্যবহার বেড়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে এর ব্যবহার বেড়েছে ২৩০ শতাংশ। তবে শব্দটি মোটেই নতুন আবিষ্কার নয়। ১৮৫৪ সালে হেনরি ডেভিড থব়্যোর 'ওয়াল্ডেন' বইটিতে প্রথম Brain Rot শব্দটির উল্লেখ পাওয়া যায়। হেনরি লেখেন, 'ইংল্যান্ড আলুর পচন ঠেকানোরচেষ্টা করলেও, মস্তিষ্কের পচন ঠেকাতে আগ্রহী নয় তারা- যার প্রভাব ব্যাপক এবং অনেক বেশি ক্ষতিকর'।
আজকের ডিজিটাল যুগে শব্দটির একেবারে ঠিকঠাক প্রয়োগ হচ্ছে বলে মত শিক্ষাবিদদের। তাঁদের মতে, Gen , Gen Alpha তো বটেই, মিলেনিয়ালস এমনকি প্রবীণদের মধ্যেও ডিজিটাল আসক্তি বাড়ছে। রিলস দেখে ঘণ্টার পর ঘণ্টা কেটে আচ্ছে, টিকটকও চলছে, আর সোশ্যাল মিডিয়ার হাবিজাবি তো রয়েইছে। ২০২৪ সালে Brain Rot শব্দটির ব্যবহার দুই অর্থেই ব্যবহৃত হচ্ছে, কার্যকারণ এবং ফলাফল। মস্তিষ্কে পচন ধরার দরুণ যেমন চিন্তাশক্তি লোপ পাচ্ছে, তেমনই নিম্নমানের জিনিসপত্র অত্যধিক দেখার ফলে মস্তিষ্কে পচন ধরা।
অন্য দিকে, Cambridge Dictionary-ও বছরের সেরা শব্দ বেছে নিয়েছে, যা হল Manifest. Collins Dictionary বেছে নিয়েছে Brat শব্দটিকে। Merriam-Webster Dictionary-র সেরা শব্দ নির্বাচিত হয়েছে Polarisation. চলতি বছরেইউ আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন মিটেছে, যাকে ঘিরে অভূতপূর্ব মেরুকরণ চোখে পড়ে আমেরিকায়। সেই নিয়ে বিস্তর চর্চাও হয়।