রিও ডি জেনেইরো: ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসনেরো। ভ্য়াকসিন নেব না। সাফ জানিয়ে দিলেন তিনি। শুধু তা-ই নয়, ব্রাজিলের নাগরিকদের ভ্য়াকসিন নেওয়ার প্রয়োজন হবে না বলেও অভিমত প্রেসিডেন্টের।
বোলসনেরো বলেন, আমি সবাইকে জানাচ্ছি ভ্য়াকসিন নেব না। ভ্য়াকসিন নেওয়া না নেওয়া আমার ব্য়ক্তিগত ব্য়াপার। এটা আমার অধিকারের মধ্য়ে পড়ে। আর এই মন্তব্য়ের পরই ফের বিতর্কে জড়ালেন তিনি। করোনা পর্বে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। মারণ ভাইরাসকে সাধারণ ফ্লু বলেছিলেন তিনি। আবার এও বলেছিলেন, ভ্য়াকসিন বাজারে এলে ব্রাজিলের নাগরিকদের তা প্রয়োজন হবে না। কারণ ব্রাজিলবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বলে তাঁর মত। যদিও ব্রাজিলের রাজনৈতিক মহলের একাংশ ভ্যাকসিনের পক্ষপাতী।
সোশাল মিডিয়ায় প্রেসিডেন্টের এই বক্তব্য় ইতিমধ্য়ে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে মাস্কের উপযোগিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। করোনা পর্বে মাস্ক পরা কতটা দরকার, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, সারা বিশ্বে করোনা ভ্য়াকসিন যখন পাওয়া যাবে তখন সেই ভ্য়াকসিন ব্রাজিলবাসীর আর প্রয়োজন হবে না। গত অক্টোবর মাসেই তিনি মজার ছলে বলেছিলেন, ভ্য়াকসিন শুধুমাত্র তার কুকুরের জন্য় প্রয়োজন হবে। এর আগে ভ্য়াকসিন নিয়ে গবেষণার ক্ষেত্রেও সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে ব্রাজিলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্য়া। বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। জুলাই মাসে প্রেসিডেন্ট নিজে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু এত কিছুর পরেও টনক নড়েনি তাঁর।
ভ্য়াকসিন নেব না, আমার অধিকার! করোনা পর্বে ফের বিতর্কে বোলসনেরো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2020 05:30 PM (IST)
বোলসনেরো বলেন, আমি সবাইকে জানাচ্ছি ভ্য়াকসিন নেব না। ভ্য়াকসিন নেওয়া না নেওয়া আমার ব্য়ক্তিগত ব্য়াপার। এটা আমার অধিকারের মধ্য়ে পড়ে। আর এই মন্তব্য়ের পরই ফের বিতর্কে জড়ালেন তিনি। করোনা পর্বে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -