হানয়: বিধ্বংসী টাইফুন আছড়ে পড়েছে দেশে। একধাক্কায় বেড়ে গিয়েছে নদীর জলস্তর। সেই আবহেই ভয়ঙ্কর দৃশ্য উঠে এল ভিয়েতনাম থেকে। সেতু ধরে এগনোর সময় আচমকাই নদীতে খসে পড়ল পেল্লাই সেতু। সেই সময় সেতুর উপর দিয়ে এগোচ্ছিল বেশ কিছু গাড়ি। সেই সব গাড়ি এবং যাত্রীদের নিয়েই নদীতে তলিয়ে যায় সেতুটি। (Cyclone Typhoon Yagi)


টাইফুন ইয়াগি-র প্রকোপে এই মুহূর্তে ধুঁকছে ভিয়েতনাম। সেই আবহেই সোমবার সকালে ভিয়েতনামের উত্তরের ফু থো এলাকায় এই ঘটনা ঘটেছে। ৩৭৫ মিটার দীর্ঘ সেতুটির নাম ফোং চাও ব্রিজ। কমপক্ষে ১০টি গাড়ি, বেশ কিছু মোটর সাইকেল নিয়ে নদীতে তলিয়ে গিয়েছে সেটি, যা ধরা পড়েছে ক্যামেরায়। (Vietnam News)


সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তা একটি গাড়ির ড্যাশ বোর্ডে বসানো ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি-তে দেখা গিয়েছে, চওড়া রাস্তা দিয়ে পর পর গাড়ি ছুটে চলেছে। একটি ট্রাক রয়েছে সম্মুখ ভাগে, তার পর একটি গাড়ি এবং পিছনে ক্যামেরা বসানো গাড়িটি। কিছু দূর এগোতেই একটি সেতু আসে। কিন্তু সেই সেতুতে ওঠামাত্রই গাছ থেকে ফল পড়ার মতো, সেতু সমেত ট্রাকটি জলে পড়ে যায়। 


চোখের সামনে এই দৃশ্য দেখে ভ্যাবাচাকা খেয়ে যান সকলে। মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি থমকে দাঁড়িয়ে যান। একটি গাড়ি রাস্তা পাল্টে ফিরতে শুরু করে উল্টো দিতে। আর যে গাড়িতে বসানো ক্যামেরায় গোটা দৃশ্য ধরা পড়ে, সেটিও পিছু হটতে শুরু করে।  এই দুর্ঘটনার পর ১৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। যদিও হতাহতের সংখ্যা নির্দিষ্ট ভাবে জানা যায়নি বলে দাবি দেশের ডেপুটি প্রধানমন্ত্রী হো ডুক ফোক। 


ঘটনার পর পরই উদ্ধারকার্য শুরু হয়। সেতুটির একটি অংশ কোনও রকমে টিকে রয়েছে এই মুহূর্তে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। যত দ্রুত সম্ভব অস্থায়ী একটি সেতু গড়ে তোলার চেষ্টা চলছে। তবে একটি মাত্র ঘটনা নয়, সেতু ভেঙে পড়ার আরও ঘটনা সামনে এসেছে। কাও বাং এলাকায় একটি সেতু ভেঙে পড়লে, ২০ জন যাত্রী সমেত একটি বাসও জলে তলিয়ে যায়। লাগাতার ভারী বৃষ্টিতে উদ্ধারকার্যেও সমস্যা হচ্ছে।


টাইফুন ইয়াগী কার্যত তাণ্ডব চালিয়ে গিয়েছে ভিয়েতনামে। গত কয়েক দশকে এত ক্ষয়ক্ষতি আগে হয়নি বলে দাবি সেদেশের সরকারের। শনিবার টাইফুন ইয়াগির ল্যান্ডফল হয় ভিয়েতনামে। এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেথে। বানভাসি হয়ে পড়েছে একাধিক এলাকা। ধস নেমেছে দেশের উত্তরের বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রী ফাম মিন চিন জরুরি সহায়তা ঘোষণা করেছেন। দেশের সেনাকে উদ্ধারকার্য চালাতে নির্দেশ দিয়েছেন তিনি। টাইফুনের প্রকোপে ভিয়েতনামের উত্তরের শিল্প সংস্থা এবং কারখানাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। প্রায় ৬০ লক্ষ মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। গত ৪৮ ঘণ্টায় সেখানে ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।