পুজো এসে গেল। সামনেই ছুটি, এই তো চুটিয়ে আনন্দ করার পালা। আর এই খুশিতে সম্পূর্ণ ডুবে যেতে ঘরে নিয়ে আসুন লেগ্রোঁ (Legrand)কে। তাদের তৈরি জিনিসপত্র পুজোর দিনগুলোয় আপনার জীবনে আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে।


দুর্গাপুজো তো আসছেই, আসছে আলোর উৎসব দীপাবলীও। মেতে উঠুন আনন্দে, সঙ্গে থাকছে  লেগ্রোঁ (Legrand) আর তার যাবতীয় অভিনব পসরা। দেখবেন, উৎসব যেমন একাধিক, তেমন আপনার আনন্দও দ্বিগুণ হয়ে উঠবে। এই সব জিনিসের বৈশিষ্ট্য হল, এগুলো ইন্টারনেট নিয়ন্ত্রিত, অর্থাৎ বাড়ির যেখানেই থাকুন, আপনার যন্ত্রপাতির নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে।

মহালয়ার ভোরের চণ্ডীপাঠ থেকে সন্ধিপুজোর আলো আঁধারি, দশমীতে দেবীর বিসর্জন- আপনার পুজোর অভিজ্ঞতা এবার অবিস্মরণীয় করে তুলবে  লেগ্রোঁ (Legrand), তাদের সম্ভার দিয়ে। দরজার টুংটাং ঘণ্টি থেকে ঘরের ঝিরঝিরে আলো, এমনকী ওয়্যারিংয়ের তার- কী নেই তাদের সংগ্রহে! নিজস্ব বাড়িই হোক বা ব্যবসা, আতিথেয়তা বা শিল্প- সবেতে তারা রেখেছে স্বাতন্ত্র্যের স্বাক্ষর।

গৃহস্থের গৃহকোণের প্রতিটি অংশের কথা ভেবেছে লেগ্রোঁ (Legrand)- তা নিখাদ আরামই হোক বা আপনার পরিবারের নিরাপত্তা কী বিদ্যুৎ সাশ্রয়। ২০ বছরেরও বেশি সময় ভারতে রয়েছে  লেগ্রোঁ (Legrand), নিজেদের ক্ষেত্রে তারা অপ্রতিদ্বন্দ্বী। তাহলে আর দেরি কেন, এবারের পুজোয় মা দুর্গার সঙ্গে ঘরে আনুন  লেগ্রোঁ (Legrand)কে, আধুনিক জীবনযাত্রা আপনার সঙ্গী হবে দেবীর আশীর্বাদ হিসেবে।

মিলেমিশে থাকুন, আনন্দে থাকুন https://www.legrand.co.in/eliot