জম্মু: পাক সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা বানচাল করল সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।


বাহিনীর তরফে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে ফের ভারতে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করছিল পাকিস্তান। বিএসফের তৎপরতায় বানচাল কার হয়।


গতকাল রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে জম্মু কাশ্মীরের আরনিয়া সেক্টর দিয়ে ভারতে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করে পাক জঙ্গিরা।


সীমান্তে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান চালায় বিএসএফ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৫৮ প্যাকেট মাদক। তবে পালিয়ে যায় জঙ্গিরা।


এর আগে, গত ১৪ তারিখ রাতে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু ও কাশ্মীরের সাম্বা অঞ্চলে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল সীমান্তরক্ষী বাহিনী।