লন্ডন: প্রথম শর্ত জিততে হবে। দ্বিতীয় শর্ত, এত বড় মার্জিনে জিততে হবে, যা বিশ্বকাপের ইতিহাসে বিরল। প্রথমে ব্যাট করে অন্তত ৩৮০ থেকে ৪০০ রান করতে হবে এবং বিপক্ষকে ৫০ রানের মধ্যেই গুটিয়ে দিতে হবে। এই অসাধ্য সাধন করতে পারলেই চলতি বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে থাকতে পারবে পাকিস্তান। তবে বাংলাদেশের মতো ‘জায়েন্ট কিলার’ দলের বিরুদ্ধে এই পারফর্ম্যান্স যে কার্যত অসম্ভব তা একপ্রকার মেনেই নিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বলা ভাল, মানতে বাধ্যই হলেন।





শুক্রবার লর্ডসে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। এই মুহূর্তে পাক দল ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্টে দাঁড়িয়ে। বাংলাদেশের বিরুদ্ধে জিতলে তাদের পয়েন্ট হবে ১২। নিউজিল্যান্ডকে সরিয়ে সেমিতে জায়গা করে নিতে হলে পাকিস্তানের প্রয়োজন এভারেস্ট সমান রান রেট। সেটা কী আদৌ সম্ভব? পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলছেন, “আমরা এখানে জেতার জন্যই এসেছি। শেষ ম্যাচ জেতার জন্য সর্বতোভাবে চেষ্টা করব। তবে আমাদের বাস্তবোচিতও হতে হবে। ৬০০, ৫০০, ৪০০ রান তুলে বিপক্ষকে ৫০ রানে অল আউট করা এবং নিদেন পক্ষে ৩১৬ রানের ব্যবধানে জয়, আমরা কেবল চেষ্টাই করতে পারি। আল্লাহ সাহায্য করলে এবং অলৌকিক কিছু ঘটলে আমরা নিশ্চিতভাবেই পারব।”