নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নানা ক্ষেত্রর মত পার্সোনাল ফিনান্স ক্ষেত্রও তাঁর কাছ থেকে এবার বেশ কিছু সুযোগসুবিধে আশা করছে।
দেশের আর্থিক হাল খারাপ ফলে চলতি আর্থিক বর্ষে কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লাখ কোটি টাকা কম হতে পারে। ফলে ব্যক্তিগত করছাড়ের ক্ষেত্রে সীতারমনের বিশেষ কিছু করার নেই। তবে ঘরভাড়ার জন্য ভাতা, ভ্রমণ ভাতা এই সব ক্ষেত্রে ছাড়ের সুযোগ এখনও আছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। এখন কর্মী যদি মেট্রোপলিটন শহরে থাকেন তাহলেই শুধু ঘরভাড়া ভাতায় বড় ছাড় পাওয়া যায়। তাই অন্যান্য শহরগুলোকে এর আওতায় ফেলার প্রয়োজন রয়েছে, কারণ বহু কর্মী নানা শহরে বাড়ি ভাড়া নিয়ে বাস করেন।
তা ছাড়া বিভিন্ন ক্ষেত্রের বহু কর্মী ভ্রমণ ভাতায় ছাড় চাইছেন। আয়কর আইনের ৫৪ নম্বর ধারা, ৫৪এফ ও ৫৪ইসি ধারায় কর ছাড় চায় পার্সোনাল ফিনান্স ক্ষেত্র। এখনও পর্যন্ত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগ না করা পর্যন্ত এই সব ধারায় করছাড়ের সুবিধে মেলে না।
Personal Finance: সামনে বাজেট, পার্সোনাল ফিনান্স ক্ষেত্র কী আশা করতে পারে অর্থমন্ত্রীর কাছে? জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2020 01:12 PM (IST)
আয়কর আইনের ৫৪ নম্বর ধারা, ৫৪এফ ও ৫৪ইসি ধারায় কর ছাড় চায় পার্সোনাল ফিনান্স ক্ষেত্র। এখনও পর্যন্ত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগ না করা পর্যন্ত এই সব ধারায় করছাড়ের সুবিধে মেলে না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -