একটুর জন্য রক্ষা, বীরভূমে চলন্ত স্কুলবাসের ফাটা মেঝে দিয়ে রাস্তায় পড়ে গেল প্রথম শ্রেণির ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Feb 2020 02:30 PM (IST)
আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে মুরারই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বীরভূম: বীরভূমের মুরারইতে চলন্ত স্কুলবাসের ভাঙা মেঝের ফাঁক গলে পড়ে গুরুতর আহত হল প্রথম শ্রেণির এক ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে মুরারই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ সকালে ৩০ জন পড়ুয়া নিয়ে ঝাড়খণ্ডের মহেশপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি মুরারই থেকে রওনা দেয়। মুরারই ও ঝাড়খণ্ডের সীমানায় সোনার পাড়ায় দুর্ঘটনা ঘটে। চলন্ত বাসের পিছনের দিকে ফাটা মেঝের ফাঁক গলে পড়ে যায় প্রথম শ্রেণির ছাত্রীটি। তার অবস্থা আশঙ্কাজনক, ভর্তি করা হয়েছে মুরারই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।