চুঁচুড়ায় বাসের মধ্যে উদ্ধার হল চালকের রক্তাক্ত দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2020 11:51 AM (IST)
বাস স্ট্যান্ড এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কীভাবে তাঁর মৃত্যু হল তা জানার চেষ্টা চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ।
হুগলি: হুগলির চুঁচুড়া বাস স্ট্যান্ডে একটি বাসের মধ্যে থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল চালকের রক্তাক্ত দেহ। তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আজ সকালে চুঁচুড়া থেকে রিষড়াগামী ২ নম্বর রুটের একটি বাসের মধ্যে কনডাক্টর ও যাত্রীরা চালকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতের নাম শেখ মহরম আলি। বছর চুয়াল্লিশের ওই চালক চুঁচুড়ারই বাসিন্দা। বাস স্ট্যান্ড এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কীভাবে তাঁর মৃত্যু হল তা জানার চেষ্টা চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ।