ওয়াশিংটন: মার্কিন সময় রবিবার রাতে করোনাভাইরাসের বিরুদ্ধে এক বিরাট সাফল্যের কথা ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করল হোয়াইট হাউস। করোনা অতিমারীতে আমেরিকায় ইতিমধ্যে ১৭৬,০০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, অসুস্থের সংখ্যা ষাটলক্ষের কাছাকাছি।
এর আগেরদিনই ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এমন কেউ রয়েছে, যার ষড়যন্ত্রের জন্য ওষুধ কোম্পানিগুলো তাদের করোনা টিকা ও ওষুধপত্র পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক পাচ্ছে না। তাঁর আরও অভিযোগ, চেষ্টা চলছে তেসরা নভেম্বর পর্যন্ত করোনার ওষুধ বা টিকা উদ্ভাবন পিছিয়ে দেওয়ার, যাতে মার্কিন প্রেসিডেন্ট ভোট শেষ হয়ে যায়।
যদিও অসংখ্য মার্কিন চিকিৎসক বারবার জানিয়েছেন, করোনা টিকা এ বছরের শেষ বা আগামী বছরের শুরুর আগে বাজারে আসা সম্ভবই নয়। তাও যদি বিভিন্ন দেশে ওই টিকার কার্যক্ষমতা তার আগে প্রমাণ করা সম্ভব হয়। যদিও ফের প্রেসিডেন্ট ভোটে দাঁড়াতে চলা ট্রাম্প একাধিকবার বলেছেন, করোনার ওষুধ প্রায় তৈরি হয়ে গিয়েছে, এবার ভাইরাস আর টিকবে না। যদি ভোটের আগে এই ওষুধ বার হয়ে যায় তবে তাঁর জয়ের সম্ভাবনা বেড়ে যাবে বলে স্বীকার করে নিয়েছেন তিনি। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিজোসও বলেছেন, লাল ফিতের ফাঁস সরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই টিকা বাজারে আনবেন তাঁরা, গবেষণার সময়ে কাটছাঁট করা হবে না কোনওমতেই।
প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের অভিযোগ, এই অতিমারী ঠেকাতে ট্রাম্পের এখনও কোনও পরিকল্পনা নেই। আমেরিকা ও আমেরিকার বাসিন্দাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন তিনি, এটা ক্ষমার অযোগ্য।
করোনা চিকিৎসায় এসেছে বিরাট সাফল্য, ঘোষণা করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট, দাবি হোয়াইট হাউসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 08:57 AM (IST)
প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনের অভিযোগ, এই অতিমারী ঠেকাতে ট্রাম্পের এখনও কোনও পরিকল্পনা নেই।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -