কায়রো: মিশরে ভয়াবহ বাস দুর্ঘটনার কবলে ভারতীয় পর্যটক দল। ঘটনাস্থল কায়রোর কাছে ইন সোখনা অঞ্চলে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ১৬ জন ভারতীয় পর্যটক সহ প্রায় ৪০ জন যাত্রীকে নিয়ে বাসটি যাচ্ছিল লহিত সাগরের তীরে ইন সোখনা রিসর্টের উদ্দেশে। পথে পোর্ট সায়েদ-দামিয়েতা সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। রিপোর্টে প্রকাশ, ২২ জন মারা গিয়েছেন। আরও ৮ জন আহতকে সুয়েজ সিটি ও কায়রোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে কোনও ভারতীয় আছেন কি না তা জানা যায়নি। এই ঘটনায় মিশরে নিযুক্ত ভারতীয় দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।
মিশরে দুর্ঘটনার কবলে ভারতীয় পর্যটক বোঝাই বাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Dec 2019 07:38 AM (IST)