পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: শহরে ফের অমানবিকতার ছবি। অসুস্থ (ill) বোধ করায় দোকানের সামনে বসেছিলেন এক মহিলা (woman)। অভিযোগ তাঁকে কটূক্তি, মারধর, এমনকী শ্লীলতাহানিও করা হয়েছে। ঘটনায় গ্রেফতার (arrest) বড়বাজারের ব্যবসায়ী (businessman)।
কী হয়েছিল?
নির্যাতিতা মানিকতলার বাসিন্দা। তিনি জানিয়েছেন, নিয়মিত ডায়ালিসিস চলে। তার মধ্যেই গত কাল শাড়ি কিনতে বড়বাজারে এসেছিলেন তিনি। হঠাৎ অসুস্থ বোধ করেন। হাতের কাছে একটি দোকানের সামনে চেয়ার পেয়ে বসেন। অভিযোগ, তাঁর শত অনুরোধ সত্ত্বেও ওই দোকানের মালিক ধাক্কা মেরে তুলে দেন। কটূক্তি ও শ্লীলতাহানি করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পরে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে বড়বাজার থানার পুলিশ। প্রসঙ্গত, শহরে মহিলাকে কটূক্তির অভিযোগ এটাই প্রথম নয়।
উত্তপ্ত কসবা...
দিনদুয়েক আগেই গণেশপুজোর বিসর্জনে এক মহিলাকে কটূক্তি করার অভিযোগে দুপক্ষের মধ্যে বচসা তুঙ্গে ওঠে যার জেরে উত্তেজনা ছড়ায় কাঁকুলিয়া। বাঁশ, ইট দিয়ে সংঘর্ষের অভিযোগ হয়। পরিস্থিতি এত খারাপ হয়েছিল যে শেষমেশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে কসবা থানার পুলিশ। সূত্রের খবর, কাঁকুলিয়া জগন্নাথ ঘোষ রোডে গণেশ পুজোর বিসর্জনের সময় ঝামেলার সূত্রপাত ঘটে। অভিযোগ, ৯১ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বৈশ্বান্বর চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাবুসোনার লোকজন স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। তার পরই শুক্রবার একপ্রস্থ ঝামেলা হয় এলাকায়। কিন্তু এতেই শেষ নয়। এর পর গত কাল, শনিবার সন্ধ্যেবেলা আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। শোনা যায় ফের বাবুসোনার লোকজন এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের উপর হামলা করেছে। ভাঙা হয়েছে একাধিক বাড়ির দেওয়ালও। ঘটনায় জখম অন্তত ৫। তাঁদের গত কালই বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কেন এক জন মহিলাকে কটূক্তির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহানগরের অন্যতম চেনা এলাকা? নাকি এর নেপথ্যে অন্য কোনও গল্প রয়েছে? দানা বাঁধতে শুরু করে নানা জল্পনা। সেই জল্পনা থিতোয়নি। তার আগেই ফের একপ্রস্ত নতুন ঘটনা। কিন্তু কেন বার বার এই ধরনের অমানবিক অভিযোগের খবর শিরোনামে আসছে? কেন এক জন অসুস্থ মহিলাকে বসার সুযোগটুকুও দিচ্ছে না এই শহর? তবে কি তিলোত্তমার মানবিক মুখ পুরোপুরি বদলে যাচ্ছে নাকি এগুলো বিচ্ছিন্ন ঘটনা?
প্রশ্ন উঠছেই।
আরও পড়ুন:'তারার পানে চেয়ে চেয়ে'...লাদাখে ৩ মাসের মধ্যে চালু দেশের প্রথম 'নাইট স্কাই স্যানচুয়ারি'