বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে ৬০ নম্বর জাতীয় সড়কের ধার থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল। গতকাল রাত ১১টা নাগাদ বেলঘড়িয়া গ্রামের কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের নাম বলরাম ঘোষ, বাড়ি মহম্মদবাজার থানা এলাকার খয়রাকুড়ি গ্রামে। মহম্মদবাজার থানার পুলিশ সূত্রে খবর, তাঁর মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। সিউড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।
বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ধার থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2020 12:11 PM (IST)
সিউড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -