কলকাতা: দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলা। মুখে রুমাল, কালো কাপড় বেঁধে অন্ধাকারে হামলা চালায় আততায়ীরা। আক্রান্ত হন জেনইউয়ের সভানেত্রী ঐশী ঘোষ সহ আরও একাধিক পড়ুয়া। গার্লস হস্টেলে বর্বরোচিত হামলায় রেহাই পাননি শিক্ষিকা সুচরিতা সেনও। এই ঘটনায় আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে অভিযোগ করে এসএফআই। পাল্টা বাম ছাত্র সংগঠনের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চালায় এবিভিপি। এই ঘটনায় ইতিমধ্যেই দিল্লির উপরাজ্যপালকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে জেএনইউ-তে হামলার ঘটনায় ‘একজোট’ হয়ে প্রতিবাদ করছে বাম-কংগ্রেস-তৃণমূল। সরব বিদ্বজ্জনেরাও।
আরও পড়ুন- জেএনইউ-তে ঐশী ঘোষের ওপর হামলা, হস্টেল ভাঙচুর, ‘ভয়ঙ্কর’, তীব্র নিন্দা স্বরা, সোনম, স্বস্তিকা, অপর্ণার
রবিবার রাতেই জেএনইউয়ের ঘটনায় সরব হয়েছেন বলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক। ধিক্কার জানিয়েছেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকারা। সোমবার সেই প্রতিবাদের মিছিল আরও দীর্ঘায়িত করলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, আবির চট্টোপাধ্যায়, অনুপম রায়, রূপম ইসলামরা। প্রতিবাদ করে ট্যুইট করলেন দুই তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানও।
পরমব্রতর ট্যুইট, “হীরক রাজার সেনারা একের পর এক পাঠশালা আক্রমণ করে যাবে, মগজ ধোলাই মেশিন চলছে, চলবে। উদয়ন মাস্টার, কোথায় আপনি? আর লুকিয়ে থাকবেন না! আপনাকে, গুপি, আর বাঘা কে খুব দরকার!”
আবিরের ট্যুইট, “এ দেশের বুকে আঠারো আসুক নেমে।”
একই সুরে সুর মিলিয়ে জেএনইউ-তে গার্লস হস্টেলে ঢুকে পড়ুয়া ও শিক্ষিকাদের ওপর আক্রমণের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নুসরত।