ট্রেন্ডিং





Netaji Subhas Chandra Bose Jayanti LIVE: ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে মোদির সামনেই মমতার উদ্দেশ্যে 'জয় শ্রীরাম' স্লোগান, ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী, শুরু প্রবল রাজনৈতিক তরজা
Netaji Subhas Chandra Bose Jayanti LIVE Updates: সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদ্যাপন ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী বলতে উঠলে ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। সরকারি অনুষ্ঠানে রাজনীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়ে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা।
LIVE

Background
কলকাতা: সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আজ শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ২টি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
১৮৯৭ থেকে ২০২১। আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী।সেই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এদিন দু’টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সূত্রে খবর, ওই দিন দুপুর সাড়ে তিনটেয় বিমানে কলকাতা পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন রেস কোর্সে। রেস কোর্স থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। জাতীয় গ্রন্থাগারে নেতাজিকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি।বিকেল ৪টে ২৮-এ প্রধানমন্ত্রীর ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌছনোর কথা। সেখানে উদ্বোধন করবেন ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারির। পাশাপাশি, অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে আর একটি গ্যালারিরও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।২৪ তারিখ থেকে গ্যালারি ২টি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেড় ঘণ্টা থাকার কথা প্রধানমন্ত্রীর।বিকেল ৫টা ৪৬-এ ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি মন্ত্রক সূত্রে আরও খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রী নাম। বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর বক্তৃতার জন্য ৫ মিনিট সময়ও নির্ধারণ করা হয়েছে। ফলে, ফের এক মঞ্চে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেখা যাওয়ার সম্ভাবনা। যদিও নবান্ন সূত্রে এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।শনিবার ভিক্টোরিয়ায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।সেই অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সৌরেন্দ্র-সৌম্যজিত্ সহ বহু শিল্পী।
সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১২৫টি স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নেবে নেতাজির বেশে।
এদিন রাতেই দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী।