Sourav Ganguly Health LIVE Updates: কাল নয়, পরশুদিন সৌরভকে দেখতে আসছেন দেবী শেট্টি
Sourav Ganguly Hospitalised LIVE Updates: হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে। তাঁর রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৮ শতাংশ।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে হালকা ডিনারের পর ভাল ঘুমিয়েছেন তিনি। সকালে টোস্ট, ছানা, কর্নফ্লেক্স দিয়ে প্রাতঃরাশ সারলেন মহারাজ। তিনি যথেষ্ট চনমনে রয়েছেন। রাতে হাসপাতালে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।
অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, খোলা হয়েছে অক্সিজেন সাপোর্ট। আজ সকালে ইসিজি রিপোর্ট সন্তোষজনক। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যবেক্ষণে রাখা হবে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল
অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, খোলা হয়েছে অক্সিজেন সাপোর্ট। আজ সকালে ইসিজি রিপোর্ট সন্তোষজনক। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে পর্যবেক্ষণে রাখা হবে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল
অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে। তাঁর রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক। শরীরে অক্সিজেনের মাত্রা ১০০ শতাংশ।
চিকিৎসক, নার্সদের কথা বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাতে হালকা ডিনার করেছেন। তিনি যথেষ্ট চনমনে রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, আজ সকালে রুটিন ইসিজি করা হবে।
বাড়ি ফিরে গিয়েছিলেন। ফের হাসপাতালে ফিরে এলেন সানা গঙ্গোপাধ্যায়। তিনি ও তাঁর মা ডোনা দুজনেই আজকের রাতটা হাসপাতালে থাকবেন। তাঁদের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
রাতে সৌরভ খেয়েছেন চিকেন স্টু, টোস্ট আর ফল। জানা গেল উডল্যান্ডস সূত্রে।
প্রয়োজন পড়লে সৌরভকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাব। কেন্দ্র তাঁর চিকিৎসার খরচ দেবে। বললেন দিলীপ ঘোষ।
সৌরভ ভাল আছেন, জানালেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। মেয়ে সানাও জানালেন, বাবা ভাল আছেন, কথা বলেছেন।
রাতের খাবার খেয়েছেন সৌরভ। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
সূত্রের খবর, আরও দুটি স্টেন্ট বসানোর পরিকল্পনা রয়েছে চিকিত্সকদের। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। তাঁকে হাল্কা খাবার দেওয়া হচ্ছে। রক্তচাপ সহ শরীরের অন্যান্য প্যারামিটারও স্বাভাবিক। পরিবার সূত্রে খবর, স্টেন্ট বসানোর পর মেয়ে সানার সঙ্গেও কথা বলেন তিনি। বিসিসিআই সভাপতির চিকিত্সা্র জন্য ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এদের মধ্যে তিনজন হৃদরোগ বিশেষজ্ঞ, একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ রয়েছেন। সৌরভ আপাতত সঙ্কটমুক্ত হলেও অন্তত ৪৮ ঘণ্টা তাঁকে হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছেন চিকিত্স্করা।
আইসিসিইউ-২ এ বেডে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। স্টেন্ট বসেছে তাঁর বুকে। হাসপাতাল সূত্রে খবর। ডাক্তাররা সৌরভের পরিবারকে জানিয়েছেন তিনটি ব্লকেজ আছে তাঁর ধমনীতে। তিনটি স্টেন্ট বসাতে হবে। আপাততঃ একটি বসেছে।
এর মধ্যেই মহারাজ-এর দ্রুত আরোগ্য প্রার্থনা করে প্রাক্তন আইপিএল প্রধান রাজীব শুক্ল ট্যুইট করেছেন, আমরা সবাই চাই, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি দ্রুত ভাল হয়ে উঠুন। মৃদু হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। তবে সেটা তেমন সিরিয়াস নয়। ডাক্তাররা তাঁর খেয়াল রাখছেন, তাঁর অবস্থার উন্নতি হচ্ছে।
সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছে আইসিসি। রবি শাস্ত্রীও লিখেছেন, আমার ভাবনা এই মুহূর্তে নিবেদিত তাঁর পরিবার, ভক্তদের জন্য। তাঁকে আবার কাজের দুনিয়ায় ফিরতে দেখব, আশা করছি।
প্রেক্ষাপট
কলকাতা: উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সকালে বাড়িতে জিম করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন মহারাজ। ব্ল্যাক আউট হয়ে যান তিনি। তারপরই দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে পাওয়া শেষ খবরে জানা যাচ্ছে, আপাতত তিনি তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। এর্মাজেন্সি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।
এর আগে কখনও এরকম সমস্যার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় কখনও পড়েননি বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। পিঠে ও হাতে ব্যথা সহ বেশ কিছু অস্বস্তিতে ছিলেন তিনি। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।
ঠিক কোন কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। উডল্যান্ডসের চিকিৎসকদের তত্বাবধানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এসএসকেএম থেকে বিশেষজ্ঞ কার্ডিলজিস্ট সহ চিকিৎসকরা রওনা হয়েছেন উডল্যান্ডসের উদ্দেশ্যে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -