এক্সপ্লোর
Advertisement
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্র খিদিরপুর, বাসে আগুন, ভাঙচুর, পুলিশকে ইঁট, পাল্টা লাঠি
বেপরোয়া বাসের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ। রণক্ষেত্র খিদিরপুরের রিমাউন্ট রোড।পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ।পাল্টা লাঠিচার্জ পুলিশের।
কলকাতা: বেপরোয়া বাসের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ। রণক্ষেত্র খিদিরপুরের রিমাউন্ট রোড।পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ।পাল্টা লাঠিচার্জ পুলিশের।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার দুপুরে পোর্ট ট্রাস্টের ১৩ নম্বর গেটের সামনে স্থানীয় এক যুবককে ধাক্কা মারে একটি বেসরকারি বাস।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এখানে বাস খুব বেপরোয়াভাবে বলে। পুলিশ থাকে না।
তিনটি বাসে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত এলাকাবাসী। একটি বাসে ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এলে, তাদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়।
একটা সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ইটবৃষ্টির মুখে পিছু হঠতে হয় পুলিশকে।
পরে ৩ জন ডেপুটি কমিশনারের নেতৃত্বে লালবাজার থেকে আসে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।
শুরু হয় রুটমার্চ। বেশ কয়েকজনকে আটক করা হয়।প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে দাবি,এখানে পুলিশ মোতায়েন থাকে। কী ভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement