মুম্বই: চলতি লকডাউন যতদিন বহাল থাকছে, ততদিন ৫৫ বছরের ঊর্ধ্বে সকল পুলিশকর্মীকে ডিউটিতে যোগ দিতে হবে না। এমনই সিদ্ধান্ত মুম্বই পুলিশের। সম্প্রতি, শহরের ৯৪টি থানাকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিংহ।


সম্প্রতি, মুম্বই পুলিশের তিন কর্মী কোভিড-১৯ সংক্রমণে মারা গিয়েছেন এবং আরও ৫৫ জন আক্রান্ত হয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বয়স ৫০ বছরের বেশি এবং উচ্চচাপ, ডায়াবেটিস ও অন্যান্য গুরুতর রোগে ভুগছেন, তাঁরাও ছুটিতে যেতে পারেন।


মুম্বই পুলিশের এক অতিরিক্ত কমিশনার বলেন, করোনা সম্পর্কিত এই তত্ত্ব হল, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের এই সংক্রমণে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যে কারণে, আগামী ৩ তারিখ পর্যন্ত তাঁদের কাজে যোগ দেওয়াটা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে।


তিনি যোগ করেন, যদি কোনও পুলিশকর্মীর বয়স ৫৫-র বেশি হয়ে থাকে, তাহলে তাঁকে ফিল্ড ডিউটি দেওয়া হবে না। কারণ, তাঁর সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। তিনি জানান, কমিশনারের এই নির্দেশ ৪৫ হাজারের শক্তিশালী মুম্বই পুলিশকে করোনা সংক্রমণ থেকে নিরাপদ করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।


লকডাউনের এই সময়ে মানুষ ঠিকমতো সামাজিক দূরত্ব ও বিভিন্ন নিষেধাজ্ঞা মানছে কি না, তা নিশ্চিত করতে বাণিজ্যনগরীতে প্রচুর পরিমাণ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মুম্বই সহ সমগ্র মহারাষ্ট্র ভারতে কোভিড-১৯ সংক্রমণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।