লখনউ: মহারাষ্ট্রের পালঘরের পর উত্তরপ্রদেশের বুলন্দশহরে সাধু খুনের ঘটনায় চাঞ্চল্য। বুলন্দশহরের পাগোনা গ্রামে দুজন সাধুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তাঁদের খুনের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। লকডাউনের মধ্যেই এমন শোরগোল ফেলা ঘটনার ব্যাপারে এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। তাঁদের তরবারি দিয়ে আঘাত করে হত্য়ার অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন বুলন্দশহরের এসএসপি সন্তোষ কুমার সিংহ।
সাধু খুনের অভিযোগ খবর পেয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পদস্থ পুলিশকর্তাদের ঘটনাস্থলে যেতে, অপরাধীদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
এসএসপি সংবাদসংস্থাকে বলেছেন, দুজন সাধু ওই মন্দিরে থাকতেন। মুরারি ওরফে রাজু নামে এক মাদকাসক্ত, গাঁজাভাঙে আসক্ত ব্যক্তি ঘনঘন সেখানে যেত। সম্ভবত ও মন্দির থেকে একটা ‘চিমটে’ সরিয়ে ফেলেছিল বলে সাধুরা বকাবকি করে। সেই রাগেই ও তরবারি চালিয়ে তাদের মেরে ফেলেছে। মুরারিকে গ্রামের বাইরে বেরিয়ে যেতে দেখেছেন স্থানীয়রা।
গ্রামের দু কিমি দূরেই তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়, গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসএসপি।