কলকাতা: গুগল জানিয়েছে, লকডাউনে ঘরবন্দি দশার একঘেয়েমি কাটাতে তাদের পুরনো ডুডল সিরিজ আবার ফিরিয়ে আনবে তারা। এর ফলে গ্রাহকরা তাদের অতি জনপ্রিয় গুগল ডুডল গেমগুলি আবার খেলতে পারবেন। প্রথম যে গুগল ডুডল গেমটি ফিরিয়ে আনা হচ্ছে তা হল ২০১৭-র জনপ্রিয় গেম কোডিং। কিডস কোডিংয়ের ৫০ বছর উপলক্ষ্যে গুগল এই ডুডল গেমটি তৈরি করে।

এই গেমের ট্যাগলাইন হল স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম। তাদের আশা, এর ফলে  মানুষ ঘরেই থাকবেন, বাইরে যাবেন না, ফলে করোনা সংক্রমণ কমবে। গুগল পোস্ট করেছে, কোভিড-১৯ বিশ্বের সব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে, ফলে মানুষ এখন ঘরেই পরিবারের সঙ্গে সিংহভাগ সময় কাটাতে বাধ্য হচ্ছেন। তাই আমরা ফিরিয়ে আনছি আমাদের পুরনো ডুডল সিরিজ, যাতে আপনারা বাড়িতে থেকেই আমাদের জনপ্রিয় গেমগুলি খেলতে পারেন।

কোডিং গেমে একটি খরগোশ থাকে, যার কাজ হল, যত বেশি সম্ভব গাজর জোগাড় করা। শিশুদের মধ্যে কোডিং জনপ্রিয় করতে এই গেম চালু হয়। শিগগিরই ফিরে আসতে চলেছে বাকি ডুডল গেমগুলিও।