লন্ডন: করোনা সঙ্কটে ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থা আরও দৃঢ় করতে ৮০ লক্ষ ডলার তুলে দিলেন  ৯৯ বছরের এক প্রাক্তন সেনা। নিজের বাগানে হেঁটেই এই টাকা তুলে দিয়েছেন তিনি।

অবসরপ্রাপ্ত ওই সেনা ক্যাপ্টেনের নাম টম মুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছেন। বাড়ি মধ্য ইংল্যান্ডের বেডফোর্ডসায়ারে, কোমরের হাড় ভেঙে যাওয়ায় হাঁটেন ওয়াকিং ফ্রেম নিয়ে। ঠিক করেন, এ বছর তাঁর জন্মদিনের আগেই বাগানের চারপাশে ২৫ মিটার রাস্তা ১০০ বার হাঁটবেন তিনি। তাঁর লক্ষ্য ছিল, ১,০০০ পাউন্ড তোলা কিন্তু সংবাদমাধ্যমে তাঁর কথা প্রচারিত হওয়ায় ১,০০০ পাউন্ডের সীমা পেরিয়ে জমা পড়েছে লাখ লাখ টাকা।

তাঁর জামাতা কলিন ইংগ্রাম বলেছেন, ২ বছর আগে হাড় ভেঙে যাওয়ার পর ন্য়াশনাল হেলথ সার্ভিশ মুরের দারুণ দেখাশোনা করে। তাই তিনি এবার কিছু ফেরত দিতে চেয়েছিলেন। অস্ত্রোপচারের পর তাঁকে হাঁটতেও বলা হয়েছিল, তাই বাগানে হাঁটতে শুরু করেন তিনি, তারপর তা থেকে টাকা তোলার কথা মাথায় আসে।