১৯৭১-এ বেঙ্গালুরুতে জন্ম হয় চ্যাপম্যানের। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ইস্টবেঙ্গলের মিডফিল্ড সামলেছেন, খেলেছেন জেসিটি, এফসি কোচির হয়ে। জাতীয় দলেও এক সময় নির্ভরযোগ্য মুখ ছিলেন তিনি। ইস্টবেঙ্গল, জেসিটির হয়ে জাতীয় লিগ জিতেছেন। খেলা ছাড়ার পর বিভিন্ন ক্লাবে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন চ্যাপম্যান। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত কার্লটন চ্যাপম্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 12:03 PM (IST)
খেলা ছাড়ার পর বিভিন্ন ক্লাবে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন চ্যাপম্যান।
কলকাতা: আচমকা মারা গেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ফুটবলার কার্লটন চ্যাপম্যান। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুতে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। গতকাল প্রচণ্ড পিঠের ব্যথায় বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয় চ্যাপম্যানকে। আজ সকালে সেখানেই হার্ট অ্যাটাক হয় তাঁর।