সিএসকে অধিনায়ক ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়ার খবর শোরগোল ফেলে দেশ জুড়ে। শেখ জায়েদ স্টেডিয়ামে কেকেআরের দেওয়া ১৬৮ রানের টার্গেট ছুঁতে না পারায় ধোনি, কেদার যাদবকে তো একপ্রস্থ সোশ্যাল মিডিয়ায় যা নয় তাই বলে আক্রমণ করে কেউ কেউ। তাদের রোষ থেকে রেহাই পায়নি ছোট্ট জিভাও।
তবে এধরনের লোকজনের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি ট্য়ুইট করেছেন, হতেই পারে ক্রিকেটারদের সেরাটা সবদিন মাঠে দেখা যায় না, কিন্তু তা বলে কারও একটা বাচ্চাকে শাসানোর, হুমকি দেওয়ার অধিকার নেই। সব প্লেয়ারই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সব দিন সমান ভাল খেলা যায় না। কিন্তু সেজন্য একটা শিশুকে হুমকি দিতে পারে না কেউ!