ভারতীয় সাইবার দুনিয়ার সার্বভৌমত্ব ও গ্রাহকদের গোপনীয়তা রক্ষা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক টিকটক, উইচ্যাট, শেয়ারইট, ক্লাব ফ্যাক্টরির মত অ্যাপগুলি বন্ধ করে দিয়েছে। এই অ্যাপগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় নিঃসন্দেহে টিকটক, সব থেকে বিতর্কিতও। মে মাসের শুরুকে টিকটকার আমির সিদ্দিকি ইউটিউবের নিন্দে করে একটি ভিডিও পোস্ট করেন, তাতে অভিযোগ করেন, টিকটকের কনটেন্ট ইউটিউবাররা চুরি করছেন। বলেন, টিকটক কমিউনিটির ঐক্য ইউটিউবারদের থেকে ভাল। জবাবে নিজের ইউটিউব চ্যানেলে আমির সিদ্দিকিকে যাচ্ছেতাই করেন ক্যারিমিনাতি। আমিরের ফ্যানেরা সাইবারবুলিংয়ের অভিযোগ করেন, ইউটিউবের টার্মস অফ সার্ভিস লঙ্ঘন করার দায়ে ক্যারিমিনাতির ভিডিও ওড়ানো হয়।
কিন্তু এবার খোদ টিকটক অ্যাপই ভারতে নিষিদ্ধ হয়ে যাওয়ায় ক্যারিমিনাতি ফ্যানেদের আনন্দ আর ধরে না। এ নিয়ে অসংখ্য মিম বানিয়েছেন তাঁরা।