নয়াদিল্লি: ভারী বর্ষণে বানভাসি দেবভূমি উত্তরাখণ্ড। নজীর জলস্তর বেড়ে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। গাড়ি, বাস সব ভেসে গিয়েছে জলের তোড়ে। হরিদ্বারের হর কি পউরি এলাকায় গঙ্গার জল প্রায় স্থলভূমিতে উঠে এসেছে। পাশের একটি শ্মশানে দাঁড় করানো একাধিক বাস এবং গাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে নদীর জল। (Uttarakhand Flood Situation)
সোশ্যাল মিডিয়ায় ওই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ওই ভিডিওয় গঙ্গার আগ্রাসী রূপ ধরা পড়েছে। খেলনার মতো তার উপর ভাসছে গাড়ি বাস, গাছপালা, ধ্বংসাবশেষ। জলের তোড়ে দূরদূরান্তে ভেসে যাচ্ছে সব কিছু। নিমেষে গায়েব হয়ে যাচ্ছে সবকিছু। গঙ্গার এমন রূপ দেখে প্রলয় নেমে এসেছে বলে মন্তব্য করছেন কেউ কেউ। (Uttarakhand Monsoon)
আরও পড়ুন: Ishani Ambani: মা নীতাকেই অনুসরণ, IVF পদ্ধতিতে যমজ সন্তানধারণ, জানালেন ইশা আম্বানি
শুধু তাই নয়, একটি ভিডিওয় দেখা গিয়েছে, সেতুর নীচে দিয়ে বেসে যাচ্ছে চারচাকার গাড়ি। সকলে যখন সেই দৃশ্য দেখতে ব্যস্ত, সেতু থেকে সটান নদীতে ঝাঁপ দেন কিছু যুবক। গাড়িটিকে বাগে আনার চেষ্টা করেন তাঁরা। কিন্তু তাঁদের নিয়ন্ত্রণ ছাড়িয়ে জলের তোড়ে ভেসে যায় গাড়িটি। অন্য আর একটি ভিডিও-য় পুলিশকে মাইক হাতে সকলকে সতর্ক করতে দেখা যায়। নদীর পাড় থেকে সকলকে দূরে থাকতে অনুরোধ করা হয়। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিতে হঠাৎ করেই নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এই সময় নদীর কাছাকাছি না যাওয়াই শ্রেয়।
গত কয়েক দিনে বর্ষার প্রকোপ ভয়ঙ্কর আকার ধারণ করেছে উত্তরাখণ্ডে। হরিদ্বারের বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। ধস নেমেছে জায়গায় জায়গায়। রাস্তাঘাট সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। গত ২৭ জুন উত্তরাখণ্ডে বর্ষা প্রবেশ করে। আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।