Nitin Gadkari: ভারতে ক্রমেই বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনার মাত্রা। আর এই ধরনের দুর্ঘটনায় মৃত্যুহারও অনেকাংশে বেড়েছে দেশে। আর এই বিষয়েই মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকরী একটি নতুন স্কিমের কথা জানান। এই স্কিমের (Road Accident) অধীনে দেশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত 'ক্যাশলেস' চিকিৎসার সুবিধে দেওয়া হবে এবং এই সুবিধে পাওয়া যাবে দুর্ঘটনার পরবর্তী সাত দিন পর্যন্ত। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দেশের সমস্ত রাজ্যে এই পরিষেবা পাওয়া যাবে বলেই জানিয়েছেন (Nitin Gadkari) তিনি। এক্ষেত্রে যে কোনো ধরনের সড়ক দুর্ঘটনায় যারা বেঁচে গিয়েছেন কোনোক্রমে, গুরুতর আহত হয়েছেন তাদের জন্য এই চিকিৎসার সুবিধে দেওয়া হবে।
নীতিন গডকরী জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে নতুন বাস ও ট্রাকের জন্য তিন তিনটি নতুন প্রযুক্তি নির্ভর সিস্টেম তৈরি করা হবে এবং থাকবে অডিয়ো ওয়ার্নিং সিস্টেম যাতে বাস ও ট্রাক চালকেরা স্টিয়ারিং হুইলের উপরে ঘুমিয়ে পড়লেই সতর্ক করে দেওয়া যায়। কেন্দ্রীয় মন্ত্রী একটি মন্ত্রকের রিপোর্ট পেশ করেন এদিন এবং জানান যে ২০২২ সালে অন্যান্য গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় বা ট্রাক উল্টে পড়ে মারা গিয়েছেন ৩৩ হাজার মানুষ। দু'দিন ধরে সমস্ত রাজ্যের পরিবহন সচিব ও কমিশনারদের সঙ্গে একটি কর্মশালা ও বৈঠকের পরেই এই আলোচনা করেন নীতীন গডকরী।
এই নগদহীন বিমা যোজনার অধীনে নীতীন গডকরীর মতে ইতিমধ্যেই অসম, চণ্ডীগড়, পঞ্জাব, উত্তরাখণ্ড, পণ্ডিচেরি এবং হরিয়ানার মত রাজ্যে ৬৮৪০ জন মানুষ উপকৃত হয়েছেন। এই রাজ্যগুলিতে আগে থেকেই চালু হয়েছিল এই যোজনা। তিনি বলেন, 'আমাদের আশা একবার সারা দেশে এই স্কিম চালু হয়ে গেলে আমরা গোল্ডেন আওয়ারেই চিকিৎসা পরিষেবা দিয়ে ৫০ হাজার মানুষের জীবন বাঁচাতে পারব'।
মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন যে, সমস্ত রাজ্যের দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবং মন্ত্রীদের সমস্ত বিষয় ভালমত বোঝানোর পরে চূড়ান্ত স্তরে এই স্কিম লঞ্চ করা হবে দেশে। গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন ২০২৩ সালে সড়ক দুর্ঘটনার মাত্রা ১.৭২ লক্ষের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ২০২২ সালের থেকে দুর্ঘটনা ৪.২ শতাংশ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: Tata Nexon: ৩ লাখ টাকা সস্তায় পাবেন টাটার এই বৈদ্যুতিন গাড়ি, বড় সুযোগ এই মাসে
Car loan Information:
Calculate Car Loan EMI