নয়াদিল্লি: পিছিয়ে দেওয়া হল আয়কর জমা দেওয়ার Income tax return (ITR)-এর শেষ তারিখ। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেশন (CBDT)র সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন ফাইল করা যাবে। পিছিয়ে দেওয়া তারিখ অনুযায়ী, নির্ধারিত সময়ে ২০২০-২১ অর্থবর্ষের আয়কর জমা দিতে পারবেন আয়করদাতারা। মূলত, কোভিডকালে সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 


আয়কর জমার দিন বাড়ানো নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বলা হয়েছে, আগেই ২০২০-২১ অর্থবর্ষের আয়কর জমা দেওয়ার তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা নতুন সার্কুলার অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। সাধারণভাবে ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা দেওয়ার কথা আয়করদাতাদের।



তবে শুধু কেন্দ্রীয় অর্থমন্ত্রক নয়, আয়কর জমার এই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ট্যুইট করেছে ট্যাক্স ডিপার্টমেন্ট। ট্যুইটে আয়কর দফতর বলেছে, ২০২১-২২ অর্থবর্ষের আয়কর জমা নিয়ে সমস্যা হচ্ছিল আয়করদাতারা। তাদের আয়কর ও অডিট রিপোর্ট জমা দিতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন তাঁরা। বার বার এই নিয়ে তাদের কাছে আবেদন আসছিল। শেষে সবদিক দেখে ট্যাক্স ফাইল করার দিন পিছনোর সিদ্ধান্ত নেয় Central Board of Direct Taxation (CBDT)।


আয়কর জমার দিন পিছনোর পাশাপাশি আরও বেশ কয়েকটা ফর্ম পূরণের দিণক্ষণ পিছিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস(CBDT)। ১৯৬১ সালের আয়কর আইন মেনে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ২০২০-২১-এর অডিট রিপোর্ট জমার দিন আগেই পিছিয়ে ৩১ অক্টোবর করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম অনুসারে ২০২০- ২০২১ অর্থবর্ষের এই রিপোর্ট ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা হওয়া উচিত। এখন যা আরও বাড়িয়ে ২০২২ সালের ১৫ জানুয়ারি করা হয়েছে।  


আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা


আরও পড়ুন : Post Office Saving Schemes: ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস, এই প্রকল্পে টাকা রাখলেই লাভবান