নয়াদিল্লি: সুশান্ত সিংহ মৃত্যুকাণ্ডের তদন্ত করবে সিবিআই। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিরপেক্ষ তদন্তই এখন প্রয়োজন, বলেছে দেশের শীর্ষ আদালত।
সুশান্তের মৃত্যুর পর ২ মাস পেরিয়ে গেলেও সত্য এখনও সামনে আসেনি। সুশান্ত মৃত্যুর বিচার চেয়ে উত্তাল সোশ্যাল মি়ডিয়া। এরই মধ্যে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার যাবতীয় প্রমাণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই তদন্তের পক্ষে নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে—সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু কোনও অপরাধমূলক চক্রান্তের জন্য কি না তা নিশ্চিত করতে হবে।
সুশান্তের পরিবার-পরিজনেরা তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। নানা জল্পনা তৈরি হয়েছে। ফলে এখনই নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
এই তদন্তের ফলাফল সুশান্তের বাবার ন্যায়বিচারের মাপকাঠি হবে, যিনি তাঁর একমাত্র পুত্রসন্তানকে হারিয়েছেন। নিরপেক্ষ তদন্তের ফলে নিরীহ-নিরপরাধ ব্যক্তিরা বিচার পাবেন, যাঁরা অতি জঘন্য প্রচারের শিকার।
সর্বোপরি সুশান্ত সিংহের মৃত্যুর তদন্ত নিয়ে মহারাষ্ট্র ও বিহার সরকারের দিনের পর দিন চাপানউতোরের দিকেও আদালত দৃষ্টিপাত করেছে।
শীর্ষ আদালত জানিয়েছে, বিহার ও মহারাষ্ট্র দুটি রাজ্যই যখন একে অপরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে, তখন তদন্তের বৈধতা ঘিরে সংশয়ের মেঘ দেখা দেয়।
এই রায়কে স্বাগত জানিয়েছে সুশান্তের পরিবার। সিবিআই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন বহু সেলেব্রিটি। প্রথমে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী সিবিআই তদন্ত চাইলেও পরে অবস্থান বদল করেন তিনি। এমনকী আদালত সিবিআই তদন্তে সম্মতি দিলেও, তা যেন মুম্বই পুলিশের আওতায় হয়, বলে জানিয়েছিলেন অভিনেত্রী রিয়া। তবে মঙ্গলবার ফের নিজের অবস্থান পালটেছেন রিয়া। তাঁর আইনজীবী জানিয়ে দেন সুশান্ত সিংহের মৃত্যুতে সিবিআই তদন্তে কোনও আপত্তি নেই রিয়া চক্রবর্তীর।
সত্য যখন সূর্যের মুখ দেখে, কেবলমাত্র যাঁরা বেঁচে আছেন, শুধুমাত্র তাঁরাই ন্যয়বিচার পান না, জীবনের মেয়াদ ফুরোলে যিনি বিদায় নিলেন, তিনিও শান্তিতে ঘুমোতে পারেন। সত্যমেব জয়তে।