কলকাতা: নতুন বছরে করোনা কাঁটায় জেরবার টলিউড ইন্ডাস্ট্রি। বছরের শুরু থেকেই একের পর এক টলি তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর উদ্বেগে ফেলেছে সিনেপ্রেমীদের। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরার পর থেকেই একের পর এক তারকারা করোনা আক্রান্ত হয়েছেন। আজই করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও রেশমি সেন। এই মুহূর্তে টলিউডে করোনা আক্রান্ত কোন কোন তারকা? দেখে নিন একনজরে..


 


পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)


করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত জানান তাঁর অসুস্থতার কথা। আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'


 


রুদ্রনীল ঘোষ (Rudraneel Ghosh)


করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা ও রাজনীতিক রুদ্রনীল ঘোষও। সোশ্য়াল মিডিয়ায় নিজের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। সেইসঙ্গে সম্প্রতি যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা।


 


রেশমি সেন (Reshmi Sen)


ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রেশমি সেন। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ঋদ্ধি জননী।


 


রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty and Subhashree Ganguly)


সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন উভয়েই। সেইসঙ্গে জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী দুজনেরই মৃদু উপসর্গ রয়েছে। তাঁরা চিকিৎসকের নিয়ম মেনে চলছেন। গত কয়েকদিনে যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করে নেওয়ার অবেদন করেছেন দুজনেই। 


 


বাবুল সুপ্রিয় (Babul Supriyo)


দুটো ভ্যাকসিন নিয়েও তৃতীয়বারের জন্য করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী ও রাজনীতিক বাবুল সুপ্রিয়। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক নেতা ও সঙ্গীতশিল্পী জানিয়েছেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। চিকিৎসকের পরামর্শ মনে দিন কাটাচ্ছেন তিনি।


 


সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)


বছরের প্রথম দিনেই করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগীদের সেই খবর জানিয়েছিলেন তিনি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন পরিচালক। আলাদা রয়েছেন স্ত্রী মিথিলা।


 


শ্রীজাত (Srijato)


করোনা আক্রান্ত হয়েছেন লেখক-পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি।  মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান শ্রীজাত। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'


আরও পড়ুন: উপসর্গহীন হয়েও করোনা রিপোর্ট পজিটিভ, সোশ্যাল মিডিয়ায় জানালেন পরমব্রত


 


জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)


করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ও। বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছিলেন, ''আমার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত আমার মৃদু উপসর্গ রয়েছে। তবে শারীরিকভাবে আমি সুস্থবোধই করছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি সবরকম কোভিডবিধি মেনে চলছি। সম্প্রতি যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন।"


 


পার্নো মিত্র (Parmo Mitra)


দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। নিজের কলকাতার বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টেটাসে অভিনেত্রী লেখেন, 'আমি সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমি ফের একবার করোনা আক্রান্ত হয়েছি। আমার খুব সামান্য উপসর্গ রয়েছে আর ইতিমধ্যেই আমি নিভৃতবাসে রয়েছি। যাঁরা যাঁরা গত ৩দিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে সবার থেকে নিজেকে আলাদা রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবার কাছে অনুরোধ, মাস্ক পরুন, সুরক্ষাবিধি বজায় রাখুন আর সতর্ক থাকুন।'