নয়াদিল্লি: নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিত তাবড় কর্পোরেট সংস্থা। মোটা টাকা চাঁদা দিতেন শিল্পপতিরাও। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের চালু করা এই নির্বাচনী বন্ডকে সম্প্রতি অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। যদিও তার আগে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে এ বছর ১৫ ফেব্রুয়ারি রায়ঘোষণা হওয়া পর্যন্ত কেন্দ্র ৮,৩৫০ নির্বাচনী বন্ড ছাপিয়েছে, যার এক একটির মূল্য ১ কোটি টাকা। (Electoral Bonds)
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কত নির্বাচনী বন্ড ছাপিয়েছে জানতে চেয়ে সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে আবেদন জানান নৌসেনার অবসরপ্রাপ্ত তথা সমাজকর্মী আধিকারিক লোকেশ কে বাত্রা। সেই আবেদনের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনীতি বিভাগ যে তথ্য প্রদান করেছে, সেই অনুযায়ী, ২০১৮ সালে নির্বাচনী বন্ড প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৬.৮২ লক্ষ নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৩৩০০০ বন্ডের এক একটির মূল্য ছিল ১ কোটি টাকা, ২৬,৬০০ বন্ডের প্রত্যেকটির মূল্য ১০ লক্ষ টাকা ছিল। (Electoral Bond Printing)
RTI আবেদনের ভিত্তিতে কেন্দ্র জানিয়েছেন, নির্বাচনী বন্ড ছাপাতে সব মিলিয়ে ১৩.৯৪ কোটি টাকা খরচ হয়েছে সরকারের। GST এবং কমিশন মিলিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১২.০৪ কোটি টাকা নিয়েছে সরকারের কাছ থেকে। অনুদানকারী এবং রাজনৈতিক দলগুলিকে যদিও কোনও GST বা কমিশন দিতে হয়নি। অর্থাৎ নির্বাচনী বন্ড ছাপানোর খরচ বহন করা হয়েছে করদাতাদের টাকাতেই।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বাত্রা বলেন, “সরকার ভেবেছিল নির্বাচনী বন্ড থাকবে। তাই আরও বন্ড ছাপিয়ে ফেলেছিল।”
কেন্দ্র যে তথ্য দিয়েছে, তা হল-
১০০০ টাকা মূল্যের ২.৬৫ লক্ষ বন্ড ছাপায় কেন্দ্র, যার মধ্যে ১৫৯টি বিক্রি হয়েছে।
১০০০০ টাকা মূল্যের ২.৬৫ লক্ষ বন্ড ছাপায় কেন্দ্র, যার মধ্যে বিক্রি হয় ২৬৪টি।
১ লক্ষ টাকা মূল্যের ৯৩০০০ বন্ড ছাপানো হয়, যার মধ্যে ৩,৪৫৩টি বিক্রি হয়।
১০ লক্ষ টাকা মূল্যের ২৬ হাজার ৬০টিট বন্ড ছাপায় সরকার, বিক্রি হয় ৮, ৫২৩টি।
১ কোটি টাকা মূল্যের ৩৩০০০ বন্ড ছাপানো হয়, যার মধ্যে ১৫,৬২৩টি বিক্রি হয়।
সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করার আগে পর্যন্ত, ২০২৩-'২৪ অর্থবর্ষে নির্বাচনী বন্ড থেকে কোন দল, কত টাকা আয় করেছে, তার বিশদ তথ্য এখনও পর্যন্ত খোলসা করেনি নির্বাচন কমিশন। তবে ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত নির্বাচনী বন্ড থেকে রাজনৈতিক দলগুলির ঝুলিতে ১৬ হাজার ৫১৮ কোটি টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে সিংহভাগ টাকাই BJP-র ঝুলিতে গিয়েছে। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তারা জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত ৬ হাজার ৫৬৫ কোটি টাকা পেয়েছে তারা। কংগ্রেস পেয়েছে ১ হাজার ১২৩ কোটি টাকা।
২০২০ সালে যে ১০,০০০ নি্বাচনী বন্ড ছাপায় কেন্দ্র, যার এক একটির মূল্য ছিল ১ কোটি টাকা। এখনও পর্যন্ত ১৫,৬৩১ নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে, যার এক একটির মূল্য ১ কোটি টাকা, অর্থাৎ ১৬ হাজার ৫১৮.১০ কোটি টাকা মূল্যের নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে।