লন্ডন: এমনও শতাব্দী আসবে যখন মহাকাশে (space) হবে মানুষের প্রথম বাড়ি, পৃথিবীর বুকে তাঁরা ঘুরতে আসবেন ছুটিতে। এমনই মনে করেন Blue Origin কোম্পানির প্রতিষ্ঠাতা Jeff Bezos। সম্প্রতি ডেইলি মেলে প্রকাশিত হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের এই মন্তব্য।


বেজোসের মতে, আর ১০০ বছরের মধ্যেই মহাকাশে জন্মাবে মানুষ। ভাসমান সিলিন্ডারের মধ্যে হবে তার বাড়ি। একসঙ্গে এই সিলিন্ডারে ১০ লক্ষ মানুষ থাকতে পারবেন। এখানেই শেষ নয়। বেজোসের কল্পনা, পৃথিবার মতোই মহাকাশে তৈরি হবে মাধ্যাকর্ষণ শক্তি। যার ফলে নদী, গাছপালা, জঙ্গল, বনেরপশু এমনকী বিভিন্ন বৈচিত্রময় আবহাওয়ার পরিবর্তনও দেখতে পাওয়া যাবে সেখানে। সম্প্রতি Ignatius Forum ২০২১-এ এই মন্তব্য করেছেন আমেরিকার 'টেক টাইটান'। 


বেজোস বলেছেন, '' বহু শতাব্দী ধরে, মহাকাশে অনেক মানুষ জন্ম নেবে। মহাকাশই হবে তাদের প্রথম বাড়ি। তারা মহাকাশের কলোনিগুলিতে জন্মগ্রহণ করবে। পরবর্তীকালে এই কলোনিতে বাস করবে।পরে আপনি যেভাবে মহাকাশ দেখতে যান, সেভাবেই তারা পৃথিবী পরিদর্শন করতে আসবেন।" এই বলেই অবশ্য থেমে থাকেননি বেজোস। তিনি জানান, তাঁর কোম্পানির নাম, 'ব্লু অরিজিন'-এর ধারণা পৃথিবীকে মানুষের জন্ম স্থান হিসাবে দেখে তৈরি হয়নি। পৃথিবীকে কখনোই তাঁর মানুষের শেষ গন্তব্য বলে মনে হয়নি। 


 মহাকাশ অনুসন্ধানের প্রতি তার এই আবেগ নিয়ে একাধিক কথা বলেন বেজোস। সেখান তিন জানান,  ৫ বছর বয়স থেকেই মহাকাশ গবেষণার প্রতি তাঁর উৎসাহ জন্মেছিল। ঘটনক্রমে সেই সময় নীল আর্মস্ট্রং চাঁদে পা রেখেছিলেন। সেই থেকেই মহাকাশের প্রতি তাঁর কৌতূহল। নিজের কোম্পানির সম্পর্কে বেজোস বলেন,  "আমি সর্বদা ব্লু অরিজিনের মতো একটি কোম্পানির স্বপ্ন দেখেছি। মহাকাশে যাওয়ার জন্য যে রাস্তা আমি দেখতে পেয়েছি, তা ব্লু অরিজিনের মধ্যেই তুলে ধরেছি।"


আরও পড়ুন : SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়


আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা