নয়াদিল্লি: বিভাজনের প্রায় এক দশক পর নিজস্ব রাজধানী পেতে চলেছে অন্ধ্রপ্রদেশ। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে জয়ী হয়েছে তেলুগু দেশম পার্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আবারও শপথ নিতে চলেছেন TDP প্রধান চন্দ্রবাবু নায়ডু। আর শপথগ্রহণের এক আগেই রাজ্য়ের স্থায়ী রাজধানী নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন। (Andhra Pradesh Capital)


বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন চন্দ্রবাবু। মঙ্গলবার তিনি জানালেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে অমরাবতী। দু'টি বা তিনটি নয়, বরং অমরাবতী রাজ্যের একমাত্র রাজধানী হবে বলে জানালেন তিনি। বিশাখাপত্তনমকে রাজ্যের অর্থনৈতিক ভরকেন্দ্র এবং অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানালেন চন্দ্রবাবু। (Chandrababu Naidu)


সংবাদমাধ্যমে চন্দ্রবাবু বলেন, "অমরাবতী আমাদের রাজধানী হবে। আমরা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, প্রতিহিংসামূলক রাজনীতিতে নয়। বিশাখাপত্তনম দেশের বাণিজ্যকেন্দ্র হবে। তিন-তিনটি রাজধানীর নামে মানুষের আবেগের সঙ্গে ছিনিমিনি খেলব না আমরা। বিশাখাপত্তনমের মানুষ রায় দিয়েছেন। আমরা সেই রায় কার্যকর করতে সচেষ্ট হব।"


আরও পড়ুন: NEET Hearing: 'পবিত্রতা নষ্ট হয়েছে, জবাব দিতে হবে', NEET নিয়ে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট


বিজয়ওয়াড়ায় NDA পরিষদীয় দলের বৈঠকে এই ঘোষণা করেন চন্দ্রবাবু। সেখানে বিধানসভায় দলের নেতা ঘোষিত হন তিনি। জনসেনা পার্টির প্রধান কে পবন কল্যাণ তাঁর নাম প্রস্তাব করেন। বিজেপি-র রাজ্য সভাপতি তথা নব নির্বাচিত সাংসদ ডি পুরন্দেশ্বরী সেই প্রস্তাবে সমর্থন জানান। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে অন্ধ্রে বিপুল সমর্থন পেয়ে জয়ী হয়েছে TDP. আর তাতেই ফের খবরের শিরোনামে অমরাবতী। 


অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলঙ্গানা রাজ্য তৈরি হওয়ার পর থেকে এ যাবৎ হায়দরাবাদই দুই রাজ্যের রাজধানী হিসেবে গন্য় হতো। কিন্তু গত ২ জুন বিভাজনের ১০ বছর পূর্তিতে, হায়দরাবাদ শুধুমাত্র তেলঙ্গানার রাজধানী হিসেবে নতুন যাত্রা শুরু করে। সেই থেকেই অন্ধ্রের নয়া রাজধানী নিয়ে জল্পনা চলছে। এর আগে, ২০১৯ সালে ক্ষমতায় এসে জগন মোহন রেড্ডি অমরবতীর উন্নয়নমূলক কাজে রাশ টানেন। জগনের YSR কংগ্রেস তিনটি পৃথক রাজধানীর পক্ষে ছিল। বিশাখাপত্তনমকে কার্যনির্বাহী রাজধানী, অমরাবতীকে প্রশাসনিক রাজধানী এবং কুর্নুলকে বিচারবিভাগীয় রাজধানী করার পক্ষপাতী ছিল তারা। এই মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে।


২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশকে ভেঙে, দু'টি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা তৈরি করা হয়। সেই সময়কার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন ২০১৪ অনুযায়ী, পরবর্তী ১০ বছরের জন্য হাদরাবাদকে দুই রাজ্যের রাজধানী ঘোষণা করা হয়। ওই আইনে বলা হয়, '১০ বছরের বেশি সময় পর্যন্ত হায়দরাবাদ দুই রাজ্যের রাজধানী থাকবে না। নির্ধারিত সময় পেরিয়ে গেলে ১ নং উপধারা অনুযায়ী হায়দরাবাদ শুধুমাত্র তেলঙ্গানারই রাজধানী থাকবে। অন্ধ্রপ্রদেশের জন্য নতুন রাজধানী বাছাই করতে হবে সেই সময়'। সেই অনুযায়ীই অমতরাবতীকে নয়া রাজধানী করার কথা জানালেন চন্দ্রবাবু।