নিউ ইয়র্ক: ১৭তম ওভারের দ্বিতীয় বল, ওটনীল বার্টমানের বিরাট আপিলে আঙুল তুললেন আম্পায়ার। এলবিডব্লুতে আউট হলেন মাহমুদুল্লাহ (Mahmudullah)। তবে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাটার। অবশেষে আম্পায়ারের সিদ্ধান্ত বদল ঘটে। আপাত অর্থে এই ঘটনা তেমন তাৎপর্যপূর্ণ না হলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (SA vs BAN) ম্যাচের ফলাফল কিন্তু এই একটা সিদ্ধান্ত ভিন্ন হলে আলাদা হতেই পারত। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লো স্কোরিং ম্যাচে একেবারে শেষ বল পর্যন্ত বাংলাদেশ লড়াই করে। তবে মাত্র ১১৪ রান তাড়া করতে নেমে তাঁদের চার রানে হারতে হয়। মাহমুদুল্লাহ দলকে জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন। কিন্তু এই সবের মধ্যে বিতর্কটা ঠিক কী কারণে? আসলে ১৭ তম ওভারের ওই বলটি মাহমুদুল্লাহর পায়ে লেগে বাউন্ডারি পার করে। অর্থাৎ চার রান হয়। কিন্তু আম্পায়ার বাংলাদেশি ব্যাটারকে আগেই আউট দিয়ে দেওয়ায় সেই রানটি গ্রাহ্য হয়নি, কারণ আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই নিয়ম অনুযায়ী সেই বলটি ডেড হয়ে যায়।


শেষমেশ আম্পায়ারের এই সিদ্ধান্ত কিন্তু ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে দেয়। সেই চার রানেই পরাজিত হয় বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনেক বাংলাদেশ সমর্থকই তাই ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মাহমুদুল্লাহকে ভুল এলবিডব্লু আউট দেওয়া হয়। সেই বলটা লেগ বাইয়ে বাউন্ডারি পার করে। ডিআরএসের মাধ্যমে সিদ্ধান্তটি বদল করা হয়। ভুল সিদ্ধান্ত হলেও, ব্যাটারকে আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই বল ডেড হয়ে যাওয়ায় বাংলাদেশ চার রানটি পায়নি। শেষমেশ দক্ষিণ আফ্রিকা চার রানে ম্যাচ জিতে নেয়। বাংলাদেশ সমর্থকদের জন্য খারাপই লাগছে।' 


 






অভিজ্ঞ মাহমুদুল্লাহ বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হন। ২০তম ওভারের পঞ্চম বলে তিনি বড় শট হাঁকান বটে। প্রাথমিকভাবে মনেও হয়েছিল বল বাউন্ডারি পার করবে এবং বাংলাদেশ ম্যাচ জিতে যাবে। তবে দুরন্তভাবে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে নেন এডেন মারক্রাম। ২৭ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জেল থেকে ছাড়া পেয়ে অবশেষে টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন তারকা ক্রিকেটার