দেরাদুন: 'বেদে লেখা নেই' বলে চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দিল না উত্তরাখণ্ডের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবার সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।


এদিন চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিং নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, '' বিভিন্ন পক্ষের পরামর্শের কথা মাথায় রেখে চারধাম যাত্রার লাইভ স্ট্রিমিংয়ে অনুমতি দেওয়া হয়নি। বেদে লেখা নেই বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে হাইকোর্টেও একটি হলফনামা জমা দেবে রাজ্য সরকার।'' সংবাদমাধ্যমের সামনেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।


উত্তরাখণ্ডের বর্তমান পরিস্থিতি বলছে, চারধাম যাত্রা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদ বেঁধেছে উত্তরাখণ্ড হাইকোর্টের। মুখ্যমন্ত্রী চারধাম যাত্রার অনুমতি দিলেও তাতে বাদ সেধেছে হাইকোর্ট। এমনকী হাইকোর্টে এই মামলা উঠলে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি। যা নিয়ে এবার বিবাদ গড়িয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবারই হাইকোর্টের রায়কে চ্যালে়ঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে উত্তরাখণ্ড সরকার। সুপ্রিম কোর্টের কাছে চারধাম যাত্রার আবেদন করেছে রাজ্য।


১ জুলাই থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। চামোলি, রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশীর জেলায় এই চারধাম যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। মূলত, এই চারধাম যাত্রার অন্যতম কেদারনাথ মন্দির দর্শন। প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ দেশ-বিদেশ থেকে এই কেদারনাথের মন্দিরে আসেন। যদিও কোভিড পরিস্থিতির কারণে এই বিশাল আয়োজন থেকে এবার বিরত থেকেছে উত্তরাখণ্ড সরকার। পরিবর্তে স্থানীয় তিন জেলা চামোলি, রুদ্রপ্রয়াগ ও উত্তরকাশীর মানুষকেই চারধাম যাত্রায় ছাড় দেওয়া হয়েছে। 


এদিকে শনিবারই হরিদ্বার থেকে গঙ্গাজল নেওয়ার অনুমতি দিয়েছে উত্তরাখণ্ডের সরকার। তবে ট্যাঙ্কারে করে এই জল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও কানওয়ার যাত্রা বন্ধ করার পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। মঙ্গলবারই কোভিড সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় রাজ্যে কানওয়ার যাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়। হরিদ্বারের পুলিশ জানিয়েছে, কানওয়ারিদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না। রাজ্যে সীমানা সিল করে দেওয়া হয়েছে।


আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে কানওয়ার যাত্রা। মূলত, এই সময় উত্তরের রাজ্য থেকে শিবের ভক্তরা খালি পায়ে হেঁটে হরিদ্বারের গঙ্গা থেকে জল নিতে আসেন। পরবর্তীকালে নিজের এলাকায় শিবের মাথায় সেই জল দেন ভক্তরা। যদিও হরিদ্বারে সেই কানওয়ারিদের এবার ঢোকা নিষেধ করেছে রাজ্য সরকার।