রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির ভেতরে মৃত্যু হল একটি অসুস্থ হাতির। এই হাতিটি অসুস্থ ছিল। এদিন সকালে হঠাৎই হাতিটিকে বন বিভাগের কর্মীরা ও সেনা ছাউনির ভেতরে কিছু লোক দেখতে পান প্রথমে। জানা গিয়েছে হাতিটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে। বিকেল ৪.৩০ এ মারা যায় হাতিটি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ডুয়ার্সের বিন্নাগুড়ির এই এলাকায় একদন হাতির পালকে দেখা যাচ্ছিল। বেশ কয়েকবার তারা লোকালয়েও ঢুকে পড়েছিল। এদিন সেই পালেরই একটি হাতিকে হঠাৎ অসুস্থ অবস্থায় সেনা ছাউনিতে দেখতে পান কয়েকজন। সেনা ছাউনির জাওয়ানরা নর্থ জোনে একটি পূর্ণবয়স্ক হাতিকে শুয়ে কাতরাতে দেখেন। তখন হাতিটি বেশ অসুস্থ অবস্থায় ছিল। বিষয়টি বিন্নাগুরি সেনা ছাউনির তরফে বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা ও চিকিৎসকদের ডেকে আনা হয়। হাতিটির ওপর নজর রাখা শুরু করেন তাঁরা।
কীভাবে হাতিটি অসুস্থ হল তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। কেনই বা তার শরীরে এত আঘাতের চিহ্ন পাওয়া গেল তাও জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আদতেই কি হয়েছে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। বন দফতর সূত্রে খবর, হাতিটির সামনের দুটো পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তবে কীভাবে আহত হল বা অন্য কোন সমস্যা রয়েছে কিনা তা কিন্তু এখনও তাঁরাও বলতে পারছে না।
উল্লেখ্য, এদিন সকাল বেলা এই হাতিটি বিন্নাগুরি সেনাছাউনিতে ঢুকে পড়েছিল। গত কয়েকদিন থেকে টানা হাতির দল বিন্নাগুড়ি সেনাছাউনিতে ঢুকে পড়ছে এভাবে। এর আগেও ডুয়ার্স এলাকায় জনবসিত পূর্ণ এলাকায় বারবার হাতির পাল ঢুকে পড়তে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ ছিল যে এই ভাবে হাতির পাল লোকালয়ে ঢুকে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবে হাতিটির ওপর আক্রমণ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে হাতিটির দেহের ময়নাতদন্ত করা হবে।