মণীশ শর্মা, জয়পুর: গাড়ির মধ্যে উদ্ধার দু'জনের (Charred Body Recovered) দগ্ধ দেহ (Car)। হরিয়ানার (Bhiwani) ভিওয়ানির ঘটনায় চাঞ্চল্য। বজরং দলের (Bajrang Dal) বিরুদ্ধে ওই দুজনকে অপহরণের অভিযোগ এনেছে মৃতের পরিবার। খুনের অভিযোগ রয়েছে 'গো-রক্ষকদের' বিরুদ্ধে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। 


কী জানা গেল?
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মৃত দুজন ভরতপুর জেলার পাহাড়ি তেহসিলের বাসিন্দা। বুধবার তাঁদের অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। পরে একটি পোড়া গাড়ি থেকে ওই দুজনের দেহের হদিশ মেলে। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, গোরক্ষকরা দুজনকে অপহরণ করেছিল। মৃতদের পরিবার পুলিশে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। সেখানে বলা হয়েছে, যারা তাঁদের অপহরণ করেছিল তারা বজরং দলের সদস্য। 


কী ভাবে প্রকাশ্যে এল?
পুলিশের দাবি, যেখান থেকে অগ্নিদগ্ধ গাড়িটির খোঁজ পাওয়া গিয়েছিল সেই গ্রামের মানুষই তাঁদের প্রথমে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। লোহারু (ভিওয়ানি)-র ডেপুটি সুপার জগৎ সিংহের কথায়, তার পরই পুড়ে যাওয়া দুটি দেহের হদিশ মেলে। ভরতপুর থেকে লোহারুর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। এত দূর পর্যন্ত গাড়িটি চালিয়ে এনে পোড়ানো হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ। ভরতপুরের এসপি শ্যাম সিংহ-ও জানিয়েছেন, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যেই অভিযুক্তদের ধরতে টিম তৈরি করেছে রাজস্থান পুলিশ। তবে একটি বিষয় স্পষ্ট। যে বোলেরো গাড়িটি ভিওয়ানি থেকে খোয়া গিয়েছিল সেটি যে ভরতপুরেরই, সেটি বুঝে গিয়েছে পুলিশ। এ ব্যাপারে নিশ্চিত হতে মৃতদের পরিজনদেরও ডেকে পাঠানো হয়েছিল। এবার শুধু মৃতদের পরিচয় নিশ্চিত করার পালা। সে জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। তবে যে দুজনের কথা বলা হচ্ছে, মৃতরা তাঁরাই হলে তাঁদের এক জনের অন্তত ফৌজদারি অপরাধের ইতিহাস রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এই 'খুনের' সঙ্গে গোরক্ষার আদৌ কোনও সম্পর্ক রয়েছে কিনা, সেটি এখনও তদন্তের বিষয়। 
আপাতত সমস্ত আইনি পদক্ষেপের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। যদিও এর মধ্যেই অভিযুক্তদের এক জন, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওয় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এতেই শেষ নয়। ওই ভিডিওয় তাঁর দাবি, যে বা যারা এর নেপথ্যে তাদের যেন কড়া শাস্তি হয়।
যদিও গোটা ঘটনায় এর মধ্যেই হইচই পড়ে যায়। কে মারল ওই দুজনকে? রহস্য়ের জট পরতে পরতে।


আরও পড়ুন:প্রথম সেশনেই অশ্বিনের ভেল্কি শুরু, ৩ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া