চেন্নাইতে এআইএডিমকে-র বেআইনি হোর্ডিং মাথায় ভেঙে পড়ে মৃত্যু যুবতীর
web desk, ABP Ananda | 13 Sep 2019 04:25 PM (IST)
অফিস যাওয়ার সময় বেআইনি হোর্ডিং মাথায় ভেঙে পড়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। স্কুটি করে অফিস যাওয়ার পথে হঠাৎ মাথায় হোর্ডিং ভেঙে পড়ে বছর ২৩-এর যুবতীর। দিকভ্রষ্ট হয়ে ওই যুবতীর স্কুটি গিয়ে ধাক্কা মারে একটি ট্যাঙ্কারে। দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে ওই তার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
চেন্নাই: অফিস যাওয়ার সময় বেআইনি হোর্ডিং মাথায় ভেঙে পড়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। স্কুটি করে অফিস যাওয়ার পথে হঠাৎ মাথায় হোর্ডিং ভেঙে পড়ে বছর ২৩-এর যুবতীর। দিকভ্রষ্ট হয়ে ওই যুবতীর স্কুটি গিয়ে ধাক্কা মারে একটি ট্যাঙ্কারে। দুর্ঘটনায় মাথায় আঘাত লাগে ওই তার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রোজকার পথ দিয়ে অফিস যাচ্ছিলেন শুভশ্রী নামে ওই যুবতী। তখনই বেআইনিভাবে লাগানো একটি বিশাল বড়ো হোর্ডিং ভেঙে পড়ে তার গায়ে। এআইএডিমকে দলের তরফে ওই হোর্ডিং-টি লাগানো হয়। হোর্ডিং-এ ছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, তাঁর ডেপুটি ও পনিরসেলভাম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছবি। একটি পারিবারিক বিবাহে পনিরসেলভামের উপস্থিতির জন্য লাগানো হয়েছিল এই হোর্ডিং। চেন্নাইয়ের দক্ষিণ শাখার পুলিশের জয়েন্ট কমিশনার জানান, যারা এই অবৈধ হোর্ডিংটি লাগিয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যুবতী যে ট্যাঙ্কারে ধাক্কা মেরেছিল গ্রেফতার করা হয়েছে তার ড্রাইভারকেও। তার বিরুদ্ধে রুজু হয়েছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও ব্যক্তিগত সতর্কতা অবলম্বন না করার জন্য মৃত্যুর মামলা। এই ঘটনায় সরব হয়েছে বিরোধী দলগুলিও। বিরোধী দল ডিএমকে প্রধান এমকে স্টালিন টুইটে লিখেছেন- সরকারী উদাসীনতা, ও পুলিশের ব্যর্থতার কারণেই এই ধরনের বেআইনি হোডিং লাগানো হয়। এই হোডিং-ই প্রাণ কেড়েছে শুভশ্রীর। ২০১৭ সালের নভেম্বর মাসে ৩০ বছরের আরেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রাণ হারাতে হয়েছিল এই হোর্ডিং-এর জন্যই। সেই হোর্ডিংটি লাগানো হয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীকে টেক্সটাইল শহরে আমন্ত্রণ জানানোর জন্য। এরপর মাদ্রাজ হাইকোর্ট সমস্ত প্রকাশ্য রাস্তাঘাটে হোর্ডিং লাগানো রদ করেছিলো। জয়ললিতার শাসনকাল থেকেই চেন্নাইয়ের বিভিন্ন রাস্তায় বিশালাকার হোর্ডিং লাগানো খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না রাজনৈতিক দলগুলি হোডিং লাগানোর বিরুদ্ধে পদক্ষেপ নেবে ততক্ষণ এই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে, মন্তব্য করেন চেন্নাইয়ের এক স্বনির্ভর গোষ্ঠীপ্রধান।