চেন্নাই: পিঁপড়ে মারতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য়ু হল বছর ২৭-এর এক যুবতীর। চেন্নাইয়ের বাসিন্দা ওই যুবতীর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। জানা গিয়েছে, তামিলনাড়ুর আমিঞ্জিকড়াই অঞ্চলের বাসিন্দা এস সঙ্গীতা তথ্য়প্রযুক্তি সংস্থার কর্মী। শনিবার পিঁপড়ে মারতে গিয়ে এই বিপত্তি ঘটে। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য়ু হয় তাঁর।
করোনা সংক্রমণের জেরে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন তিনি। শনিবার সঙ্গীতা দেখতে পান ঘরের এক কোণে পিঁপড়ের দল বাসা বেঁধেছে। তৎক্ষণাৎ কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পিঁপড়ের বাসা ভাঙতে যান তিনি। তখনই আগুন লেগে যায়। জানা গিয়েছে, ঘটনার সময় সঙ্গে ছিলেন তাঁর মা । কাগজে কেরোসিন তেল দিয়ে পিঁপড়ের বাসায় আগুন ধরিয়ে দেন তিনি। আগুন ধরানোর ফলে এদিক ওদিক ছুটতে থাকে পিঁপড়েগুলি। সেই সময় কিছু পিঁপড়ে তাঁর পায়ে উঠে কামড়াতে শুরু করে। সঙ্গীতা পা ঝেড়ে ছাড়ানোর চেষ্টা করলে তাঁর পোশাকে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পলিয়েস্টার কাপড়ের জামা পরেছিলেন সঙ্গীতা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর দেহ ময়না তদন্তের জন্য় পাঠানো হয়েছে।
মেয়ের চিৎকার শুনে ছুটে যান সঙ্গীতার বাবা সাথ্য়মূর্তি। সঙ্গীতার বাবা, ভাই আগুন নেভানোর চেষ্টা করেন। সঙ্গীতাকে কম্বল চাপা দিয়েও আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে গিয়েছেন সঙ্গীতা। আহত হন মা। সঙ্গে সঙ্গে দুজনকে কিলপৌক মেডিক্য়াল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাত আড়াইটে নাগাদ মৃত্য়ু হয় সঙ্গীতার।
পরিবার সূত্রে খবর, লকডাউনে কাজ চলে যায় সঙ্গীতার বাবা পেশায় গাড়িচালক সাথ্য়মূর্তির। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন সঙ্গীতা।
পিঁপড়ের বাসায় আগুন ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য়ু তথ্য়প্রযুক্তি কর্মী যুবতীর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Nov 2020 07:57 PM (IST)
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পলিয়েস্টার কাপড়ের জামা পরেছিলেন সঙ্গীতা। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর দেহ ময়না তদন্তের জন্য় পাঠানো হয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -