ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: চা দিতে দেরি হওয়ায় চেতলায় দোকান মালিক ও তাঁর ছেলেকে ছুরির কোপ মারার অভিযোগ। মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দোকান মালিক এসএসকেএম হাসপাতালে ভর্তি।
গড়িয়াহাটের পর এবার চেতলা। ফের রাতের কলকাতায় বেপরোয়া দুষ্কৃতীরাজ! রবিবার রাতে গড়িয়াহাটের সুইনহো লেনে মা ও মেয়ের ওপর চড়াও হয় ২ দুষ্কৃতী। দশম শ্রেণির ছাত্রীকে টেনে হিঁচড়ে, মারধর করে, ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
এবার চেতলায় অভিযোগ উঠেছে চা দিতে সামান্য দেরি হওয়ায় দোকান মালিক ও তাঁর ছেলেকে খুনের চেষ্টা করা হয়। অভিযোগ, আঘাত করা হয় ছুরি ও ইট দিয়ে। বুধবার রাত ৮টা! কলকাতায় এমন কিছু রাত নয়। চেতলা তখন জমজমাট। কাছে পিঠে ভিভিআইপিদের বাড়ি হওয়ায় পুলিশি নজরদারিও যথেষ্ট। সেখানেই সবার চোখের সামনে ঘটে গেল এমন ঘটনা।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় যুবক বুবাই দেব চেতলার রাখাল দাস আঢ্য রোডে রবি মথের দোকানে এসে চা খেতে চান। সেই সময় দোকানে ভিড় ছিল। চা দিতে সামান্য দেরি হওয়ায় দোকান মালিকের সঙ্গে বচসা জুড়ে দেয় অভিযুক্ত। অভিযোগ, তারপর আচমকাই ছুরি বের করে মালিকের ওপর চড়াও হয়। বাবাকে বাঁচাতে ছেলে এগিয়ে গেলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। ইট দিয়ে মারা হয় মাথায়। এরপর ওই জায়গা থেকে চম্পট দেয় অভিযুক্ত।
আহত চায়ের দোকানের মালিক ভর্তি এসএসকেএম হাসপাতালে। ছেলেকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে চেতলা থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কেন সঙ্গে ছুরি নিয়ে ঘুরছিল? তার বিরুদ্ধে আগে কোনও অপরাধের অভিযোগ আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।