নয়া দিল্লি: বাংলাদেশ নিয়ে প্রতিনিয়তই অশান্তির আঁচ বাড়ছে। কখনও শহর দখলের হুঙ্কার, কখনও ভারতের পণ্য নিষেধাজ্ঞার ডাক। পড়শি দেশ নিয়ে নানাবিধ সমস্যার মাঝেই এবার ভারত সফরে এলেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেল।
সংবাদসংস্থা পিটিআই-এর তরফে বলা হয়েছে, ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভারত সফরে থাকবেন তিনি। এও জানা গিয়েছে, জেনারেল জেনারেল সিগডেলকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানিত (Honorary) পদের সম্মান দিতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চার দিনের এই ভারত সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জোরদার করা, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে মতামত বিনিময়, প্রতিরক্ষা ব্যবস্থাকে জোরদার করার বিষয়টিও উঠে আসবে।
আরও পড়ুন, বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদেই! হুমায়ুনের পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার
জেনারেল সিগডেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে পারেন।