কলকাতা: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। প্রতিবাদে এপারের ময়দানে একজোট তিন প্রধান। বাংলাদেশে হিন্দু নিপীড়নের (Bangladesh Protest) প্রতিবাদে চিঠি দিচ্ছে মোহনবাগান (Mohun Bagan)। চিঠি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। সবুজ মেরুনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের হাইকমিশনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছিল মহমেডান স্পোর্টিংও। এবার সেই তালিকায় সামিল হল মোহনবাগান


বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে ময়দানের বাকি দুই প্রধান আগেই সরব হয়েছিল। আজ মোহনবাগানের ক্লাব তাঁবুতে বেলা তিনটে নাগাদ এক্সিকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেইখানে না না সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায়কেও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল সবুজ মেরুন।


 













 


ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বাংলাদেশে নিরন্তর সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটছে, সেই নিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। গত শুক্রবার ময়দানের প্রথম ক্লাব হিসাবে তারা এই প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, ওপার বাংলায় শান্তি ফেরানোর অনুরোধে যাতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নেয়, সেইজন্য প্রধানমন্ত্রীকে শুক্রবার চিঠিও দেয় ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। গতকালই নিজেদের অসন্তোষের কথা জানানো হয় মহামেডান স্পোর্টিংয়ের তরফেও।


সোমবার বাংলাদেশের পরিস্থিতির তীব্র নিন্দা করে মহমেডানের সভাপতি আমিরউদ্দিন ববি জানান, শীঘ্রই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেবে ক্লাব। সোমবার শতাব্দী প্রাচীন ক্লাবের সভাপতি কঠোর ভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের সমালোচনা করেন। আমিরউদ্দিন বলেন, "আমরা এই ঘটনার নিন্দা করছি। যত দ্রুত সম্ভব এই অত্যাচার বন্ধ হওয়া উচিত। এই বার্তা নিয়েই ক্লাবের পাঁচ সদস্যের প্রতিনিধি দল কলকাতার ডেপুটি হাইকমিশনে যাবে। সেখানে ডেপুটেশন জমা দেওয়া হবে।"


এবার এল সবুজ মেরুনের প্রতিবাদ। ওপার বাংলার পরিস্থিতি নিয়ে গোটা দেশ, রাজ্যের পাশাপাশি যে ময়দানও উদ্বিগ্ন, তা কিন্তু বলাই বাহুল্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।









আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ, সংখ্যালঘুদের নিপীড়নের বিরুদ্ধে কেষ্টপুরে প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা