নয়াদিল্লি: এইচডিএফসি-তে নিয়ন্ত্রণ বাড়াল পিপলস ব্যাঙ্ক অব চায়না। হাউসিং ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন লিমিটেডে পিপলস ব্যাঙ্ক অব চায়নার শেয়ার ০৮ থেকে বেড়ে ১,০১ শতাংশ হয়েছে। এইচডিএফসি-র তরফে পেশ করা নথিতে একথা বলা হয়েছে।
নোভেল করোনাভাইরাস সংক্রমণের জেরে গোটা দুনিয়ায় অভাবনীয় আর্থিক বিপর্যয়ের মধ্যেই চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পদক্ষেপ। মার্চের শেষ নাগাদ এইচডিএফসি-তে তাদের শেয়ার ছিল প্রায় ১৭.৫ মিলিয়ন। এক্সচেঞ্জকে এই তথ্য দিয়েছে ভারতের সবচেয়ে বড় মর্টগেজ লেন্ডার সংস্থা। মুম্বইকে কেন্দ্র করে চলা কোম্পানির শেয়ারমূল্য বাজারে লেনদেনের গোড়ায় বেড়ে হয়েছিল সাড়ে তিন শতাংশ, যদিও সেই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখা যায়নি, পরে তার পতন হয় ২.৪ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও লেনদেন পড়ে ১.৭শতাংশ।
করোনাভাইরাস অতিমারীর দাপটে শেয়ার বাজারেও ধাক্কা লেগেছে। মার্চে এর জেরে ভারতীয় ঋণদাতা কোম্পানির শেয়ার মূল্যে ২৫ শতাংশেও বেশি পতন হয়।