কুমারস্বামী ছেলে নিখিল গৌড়ার বিয়েও অবশ্য রাজনীতিক পরিবারেই দিয়েছেন, গৃহ দফতরের প্রাক্তন মন্ত্রী, কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার নাতনি রেবতীর সঙ্গে। তাঁর বক্তব্য, লকডাউনের কারণেই বিয়ে বেঙ্গালুরুতে হয়নি, হয়েছে তাঁদের রামানগরের খামারবাড়িতে। ভিড়ও হয়নি, ছিলেন মাত্র জনাষাটেক ঘনিষ্ঠ আত্মীয় পরিজন। যদিও সোশ্যাল ডিসট্যান্সিং কীভাবে মানা হয়েছিল, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। কোথায় লকডাউন? দিব্যি ধুমধাম করে ছেলের বিয়ে দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2020 02:09 PM (IST)
কুমারস্বামী অবশ্য বলেছেন, লকডাউনের জন্য বেঙ্গালুরুতে নয়, বিয়ে হয়েছে রামানগরে, তাঁদের খামারবাড়িতে।
বেঙ্গালুরু: করোনাভাইরাস লকডাউনের মধ্যেই কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলের বিয়ে হয়ে গেল। কুমারস্বামী অবশ্য বলেছেন, লকডাউনের জন্য বেঙ্গালুরুতে নয়, বিয়ে হয়েছে রামানগরে, তাঁদের খামারবাড়িতে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার ছেলে কুমারস্বামী জনতা দল সেকুলার নেতা। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কর্নাটকের ক্ষমতা দখল করে জেডিএস। কুমারস্বামী মুখ্যমন্ত্রী হন। পরে অবশ্য আস্থাভোটে পড়ে যায় জেডিএস-কংগ্রেস সরকার। কর্নাটকে ক্ষমতা দখল করে বিজেপি। অনেকদিন খবরে না থাকা কুমারস্বামী ফের সংবাদ শিরোনামে। তবে রাজনীতির কারণে নয়, ছেলের বিয়ে দিয়ে।